রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জানার জন্য অনেকেই আগ্রহ পোষণ করেন। বিভিন্ন প্রয়োজনে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম জানার প্রয়োজন হয়। তাই এই আর্টিকেলটিতে আজ আমরা রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সহজভাবে আপনাদের বুঝিয়ে দেব। তাই সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়তে থাকুন।

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
আমরা তো সকলে বিকাশ টু বিকাশে টাকা ট্রান্সফারের সাথে পরিচিত। কিন্তু আপনি কি জানেন রকেট থেকে বিকাশেও টাকা ট্রান্সফার করা যায়। আপনি আপনার দরকারী সময়ে প্রয়োজনীয় টাকা রকেট থেকে বিকাশে ট্রান্সফার করতে পারবেন। এই পোস্টে আমরা সুন্দরভাবে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম উল্লেখ করেছি। সবশেষে বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়মও আলোচনা করেছি। আশা করি সম্পূর্ণ পোস্টটি আপনার উপকারে আসবে। 

পোস্ট সূচিপত্র - রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম জেনে নিন

রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে বিনিময় অ্যাকাউন্ট খোলার নিয়ম 

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম জেনে নেওয়ার পূর্বে প্রথমে রকেট একাউন্ট থেকে আপনাকে বিনিময় অ্যাকাউন্ট খোলা জানতে হবে। চলুন ধারাবাহিকভাবে এখন রকেট একাউন্টের মাধ্যমে বিনিময় একাউন্ট খোলার নিয়ম জেনে নেওয়া যাক। 
  • প্রথমে প্লে স্টোর থেকে রকেট অ্যাপটি নামিয়ে সেখানে লগইন করুন। লগইন করার পরে বিনিময়ে নামক একটি অপশন দেখতে পাবেন। সেই বিনিময়ে অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যার নামে আপনার রকেট একাউন্টটি খোলা রয়েছে তার এনআইডি কার্ডের সকল তথ্য আপনার সামনে শো করবে। 
    রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
  • তারপর মিডিলে "VID" নামক একটি অপশন দেখতে পাবেন। এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী একটি পছন্দের ইউজার নেম বসাতে হবে। সেই ইউজার নেমটি টাকা লেনদেনের জন্য ভালোভাবে সংরক্ষণ করতে হবে। 
    রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
  • একটু নিচে গেলে আপনারা "Alias" নামের একটি অপশন চোখে পড়বে। তারপর সেখানে আপনার নিকনেম বসিয়ে নিচের সকল অপশন গুলোতে "Yes" সিলেক্ট করতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। 
    রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম
  • তারপর একটি ছয় ডিজিটের স্ট্রং পিন দিয়ে পুনরায় সাবমিট বাটনে ক্লিক করুন। এরপর বিনিময় থেকে একটি ভেরিফিকেশন OTP কোড আসবে। একটি অটোমেটিক ভেরিফাই হয়ে আপনার বিনিময় একাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি বিনিময় একাউন্ট থেকে সব সেবা উপভোগ করতে পারবেন। পোস্টের নেক্সট পার্টে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম জানতে পারবেন।

বিনিময়ের মাধ্যমে রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম

এবার আপনার রকেটের মাধ্যমে খোলা বিনিময় একাউন্ট থেকে কিভাবে কাঙ্ক্ষিত বিকাশ একাউন্টে টাকা পাঠাবেন সেই নিয়মগুলো জেনে নিন। 
  • প্রথমে রকেট এপস এর বিনিময় অপশনটিতে প্রবেশ করুন। তারপর সেখান থেকে "Direct Pay" (DP) অপশনে ক্লিক করুন। 
  • এরপর আপনি যার বিনিময়ে একাউন্টে টাকা পাঠাবেন তার ইউজার নেম সঠিকভাবে "Receiver Id" বক্সে বসিয়ে দিন।
  • এরপর সেই বিকাশ একাউন্টের মালিকের তথ্য দেখতে পারবেন। সেখানে যত টাকা পাঠাবেন প্রয়োজনীয় অ্যামাউন্ট বসিয়ে দিন এবং টাকা পাঠানোর জন্য ডিরেক্ট পে তে ক্লিক করুন। 
  • তারপর আপনার বিনিময়ে অ্যাকাউন্টের 6 ডিজিটের সেই পিন ব্যবহার করে সাবমিট অপশন প্রেস করুন।
  • তারপর সেই পূর্বের মতো আপনার ফোনে একটি ওটিপি কোড আসবে। যেটি অটোমেটিক ভেরিফিকেশন হওয়ার সাথে সাথে কাঙ্খিত বিকাশ একাউন্টে টাকা পৌঁছে যাবে। আশা করি আপনারা রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম পুরোপুরিভাবে বুঝতে পেরেছেন। 

রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর চার্জ 

ইতোমধ্যে আপনারা রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত হয়েছেন। কিন্তু আপনি জানেন কি রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর চার্জ কত? যদি টাকা প্রদানকারী এবং গ্রহণকারী মোবাইল ব্যাংকিং এর MFS সেবার আওতাভুক্ত হন তবে সার্ভিস চার্জ মাত্র ০.৭৫ টাকা কাটবে। আর গ্রাহকের থেকে সার্ভিস চার্জ সেক্ষেত্রে ০.৫০ টাকা কাটবে। এই নামমাত্র ফি প্রদান করে আপনারা খুব সহজে রকেট থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন। 

বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম 

পোস্টের পূর্ববর্তী অংশ হতে আপনারা রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম সম্পর্কে জেনেছেন। এবার আপনাদের সামনে বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়ম ধাপে ধাপে তুলে ধরবো। 
  • প্রথমে বিকাশ অ্যাপসে প্রবেশ করে বিকাশের বিনিময় অপশনে ক্লিক করুন। তারপর Direct Pay তে ক্লিক করবেন।
  • অতঃপর এমাউন্ট এবং রেফারেন্স আইডি দিন। রকেটের যে বিনিময়ে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেটির ইউজার নেম দিন। তারপর বিকাশের বিনিময়ে আইডির পিন নাম্বার দিয়ে কনফার্ম করুন। 
  • কিছুক্ষণের মধ্যেই সেই বিনিময়ে একাউন্টে আপনার টাকাটি ট্রান্সফার হয়ে যাবে। এরপরে বিকাশের স্টেটমেন্ট অপশনে গিয়ে আপনার লেনদেনের বিবরণ বুঝে নিন। এমনকি ব্যালেন্স চেক করেও দেখতে পারেন। আশা করি বিকাশ থেকে রকেটে টাকা পাঠানোর নিয়মও শিখে ফেললেন। 

উপসংহার 

প্রিয় পাঠক বন্ধুরা, পুরো পোস্টটি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে থাকেন তবে অবশ্যই আপনারা রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম পুরোপুরিভাবে বুঝে গেছেন। এখন চাইলে আপনারা পোস্টে বর্ণিত রকেট থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম অনুযায়ী টাকা পাঠাতে পারবেন। পোস্টটি যদি আপনার উপকারে আসে তবে এখনই অন্যদের সাথে শেয়ার করুন। এছাড়া বিকাশ, রকেট ও অন্যান্য মোবাইল ব্যাংকিং সংক্রান্ত আপডেটেড পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখুন। @23891

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url