ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন

ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন তা সকলেরই জেনে রাখা উচিত। কেননা যে কেউ জীবনের যেকোনো পরিস্থিতিতে ব্রেকআপের কারণে ডিপ্রেশনে পড়তে পারে। তাই ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন তার চমৎকার কিছু আইডিয়া নিয়ে আজকের এই পোস্ট সাজিয়েছি। অতএব, দেরী না করে সম্পূর্ণ পোস্টটি পড়ে ফেলুন।

ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন
সঙ্গী যে কোন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ তাই সঙ্গীর সাথে ব্রেকআপ হলে তা ব্যক্তিকে মানসিকভাবে বিপর্যস্ত ও দুর্বল করে দিতে পারে। ফলে রাজ্যের ডিপ্রেশন তার উপরে ভর করে। এমতাবস্থায় তার মানসিক স্বাস্থ্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আজ এই পোস্টটি আপনারা সম্পূর্ণ যদি মনোযোগ দিয়ে পড়েন তবে, ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন তথা ব্রেকআপ জনিত ডিপ্রেশন থেকে যেভাবে মুক্তি পাবেন  তার কৌশলগুলো বিস্তারিত জানতে পারবেন।

পোস্ট সূচিপত্র - ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন জেনে নিন 

ডিপ্রেশন কী?

ডিপ্রেশন বা বিষন্নতা হলো এক ধরনের মানসিক রোগ যা, ক্রমাগতভাবে দুঃখ, শূন্যতা বা কোন কিছু হারানোর বেদনা ইত্যাদি বিষয়ক অনুভূতি সৃষ্টি করে। ডিপ্রেশন মানুষের সাধারণ আচরণ থেকে অনেকটাই ভিন্ন। দীর্ঘ সময় ধরে ডিপ্রেশনে থাকলে মানুষ এটিকে জীবনের অংশ বানিয়ে ফেলে। মানুষ বিভিন্ন কারণে ডিপ্রেশনে পড়তে পারে। একেক জনের ডিপ্রেশনে পড়ার কারণ একেক রকম হয়। ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন তা আপনারা পরবর্তীতে জানবেন।
জীবনের কিছু গুরুত্বপূর্ণ ধাপ যেমন: চাকরি হারানো, প্রিয়জনকে হারানো ইত্যাদির শোক আমাদের ভেতরে থাকা বিষন্নতার অনুভূতিকে ব্যাপকভাবে জাগিয়ে তোলে। মানুষ যখন ডিপ্রেশনে ভোগে তখন তার ভেতরে অনেক নেতিবাচক ধারণা চলে আসে। তখন ডিপ্রেশন এমন একটি সমস্যা হয়ে দাঁড়ায় যা থেকে পরিত্রান পাওয়া বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। ডিপ্রেশন থেকে মুক্তির পূর্বে কি কি লক্ষণ দেখলে বুঝবেন আপনি ডিপ্রেশনে ভুগছেন তা আগে জেনে নেওয়া দরকার। 

ডিপ্রেশনের যাবতীয় লক্ষণ সমূহ 

ব্রেকআপ জনিত হোক আর অন্য কোন কারণে হোক ব্যক্তি যদি ডিপ্রেশনে ভোগে তবে তার মধ্যে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক লক্ষণ দেখা দেয়। ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন এটি জানার পূর্বে ডিপ্রেশনের লক্ষণসমূহ সম্পর্কে আগে ধারণা নিন। 
  • পূর্বে উপভোগ করা কার্যকলাপের প্রতি আগ্রহ ও আনন্দ কমে যাওয়া। 
  • কোনো ঘটনা নিয়ে বেশি বেশি দুশ্চিন্তা করা। 
  • রাতে ঘুম না আসা। 
  • কাজে মনোযোগ দিতে না পারা। 
  • নিজের ভেতর অপরাধবোধ ও মূল্যহীনতার সৃষ্টি হওয়া। 
  • যৌন আকাঙ্খা হ্রাস পাওয়া।
  • বুকের ভেতর ধরফর হওয়া। 
  • ক্লান্তি বা শরীরের শক্তি নিঃশেষ হওয়ার মত উপক্রম হওয়া। 
  • অনিচ্ছাকৃত ওজন বৃদ্ধি বা হ্রাস পাওয়া। 
  • মৃত্যু বা আত্মহননের চিন্তা করা। 
  • সময় মত সিদ্ধান্ত নিতে অপারগ হওয়া। 

ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন 

আপনারা ইতোমধ্যে ডিপ্রেশনের লক্ষণসমূহ জেনে নিয়েছেন। জীবনের যেকোনো মুহূর্তে সঙ্গীর সাথে বিচ্ছেদের কারণে মানুষ ডিপ্রেশনে পড়তে পার এবং এর প্রভাব হয় অত্যন্ত মারাত্মক। এবার ব্রেকআপ জনিত ডিপ্রেশন থেকে যেভাবে মুক্তি পাবেন সে উপায়সমূহ জেনে নিন।
  • সমঝোতার মাধ্যমে ব্রেকআপ করুন: ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন? যে কোন বিষয় সমঝোতার মাধ্যমে সমাধান করলে তার দীর্ঘমেয়াদি ফল লাভ করা যায়। বেশিরভাগ মানুষ ব্রেকআপের সময় ঝগড়া বিবাদ বা অনাকাঙ্খিত পরিশেষ সৃষ্টি করে। কিন্তু আপনি যদি সঙ্গীর সাথে সমঝোতার মাধ্যমে আলোচনা করেন যে কেন আপনারা ব্রেকআপ করতে চান তবে তো আপনাদের দুজনের জন্যই ভালো হবে। ফলে অহেতুক ডিপ্রেশন ও দুশ্চিন্তা হবে না। 
  • কষ্ট পাওয়াটা যে স্বাভাবিক তা মেনে নিন: অনেকে এমন মানসিকতা পোষণ করেন যে, মানুষের জীবনে দুঃখ-কষ্ট আসবেনা। কিন্তু ব্রেকআপ হলে অবশ্যই কষ্ট পেতে হবে এবং সেই কষ্ট সহ্য করা মানসিকতা গড়ে তুলতে হবে। আপনি যত দ্রুত সম্ভব বাস্তবতাকে মেনে নিয়ে কষ্ট সহ্য করতে পারবেন ততো তাড়াতাড়ি ব্রেকআপ জনিত ডিপ্রেশন থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। 
  • প্রাক্তনের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিন: আপনি যদি ব্রেকআপের পর চূড়ান্তভাবে নিজেকে ডিপ্রেশন মুক্ত রাখতে চান তবে প্রাক্তনের সাথে কোনরূপ মেসেজ, কল অথবা অন্য কোন উপায়ে যোগাযোগ রাখবেন না। কেননা তার সাথে যোগাযোগ রাখলে আপনি আবেগ তাড়িত হয়ে আরো বেশি কষ্ট পেতে পারেন। তাই যত দ্রুত সম্ভব যোগাযোগ পরিত্যাগ করুন। 
  • নিজের সময় দিন বা ব্যস্ত থাকুন: মানুষের জীবনের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঙ্গীর সাথে ব্রেকআপ হলে যত দ্রুত সম্ভব নিজেকে অন্য কাজের মধ্যে ব্যস্ত রাখুন। আপনি যদি অন্য কাজে অধিক মনোনিবেশ করেন তবে দ্রুতই ডিপ্রেশন কেটে যাবে। যে ব্যক্তি আপনাকে বেশি মূল্য দেয় তার সাথে সময় অতিবাহিত করুন। 
  • দ্রুত ভুলে যাওয়ার মানসিকতা সৃষ্টি করুন: ব্রেকআপের পর সাধারণত মানুষের অতীতের সুখকর স্মৃতিগুলো মনে পড়তে থাকে। যা মানুষকে অত্যন্ত ডিপ্রেশনে ফেলে। তাই যত দ্রুত সম্ভব অতীতের ঘটনাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করুন এবং ভবিষ্যতে কি করবেন তার একটি কর্মপরিকল্পনা ঠিক করুন। আশা করি ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন তার কিছু কার্যকরী উপায় ইতোমধ্যে জেনে নিয়েছেন। 

ডিপ্রেশন থেকে মুক্তি পেতে যা করা উচিত 

প্রিয় বন্ধুরা! পোস্টের পূর্ববর্তী অংশ থেকে আপনারা ইতোমধ্যে ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন সেই বিষয়গুলো জেনে নিয়েছেন। এছাড়াও ডিপ্রেশন থেকে মুক্তি পেতে যা করা উচিত এবার সেই বিষয়গুলো আলোচনা করব।
  • নিয়মিত নিজেকে বিনোদনমূলক কাজে ব্যস্ত রাখুন। 
  • পরিবারের সদস্যদের সাথে অধিক সময় ব্যয় করুন। 
  • নিয়মিত শরীরচর্চায় মনোনিবেশ করুন। 
  • মানসিক চাপ কম রাখুন ও নিজেকে টেনশন মুক্ত রাখার চেষ্টা করুন।
  • সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণ করুন। 
  • নিজের অতিরিক্ত আবেগকে কন্ট্রোল করতে শিখুন। 
  • যে কোন ঘটনা স্বাভাবিকভাবে মেনে নিন।
  • সর্বোপরি ডিপ্রেশন মুক্ত থাকতে এন্টি ডিপ্রেশন জাতীয় ওষুধ ডাক্তারের পরামর্শ মোতাবেক সেবন করুন। আশা করি ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন তা বুঝতে পেরেছেন।

ইতিকথাঃ ব্রেকআপ জনিত ডিপ্রেশন থেকে মুক্তি লাভ 

সম্মানিত পাঠক, পুরো পোস্টটি যদি আপনি পড়ে থাকেন তবে অবশ্যই ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন সে বিষয়ে কার্যকরী কিছু উপায় জেনে নিয়েছেন। একই সাথে ডিপ্রেশন থেকে মুক্তি পেতে যা করা উচিত সে সম্পর্কেও পূর্ণাঙ্গ ধারণা লাভ করেছেন। আশা করি ডিপ্রেশন মুক্ত থাকতে এই পোস্টটি আপনাদের জন্য বেশ উপকারী হবে। অতএব, ব্রেকআপের পরে ডিপ্রেশন দূর করতে কি করবেন তা অপরকে জানাতে পোস্টটি শেয়ার করুন এবং প্রতিনিয়ত এ ধরনের আরও জীবনমুখী পোস্ট পেতে আমাদের সাথেই থাকুন। @23891

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url