যৌন জীবন সুখের হোক সেটা কে না চায়? বিশেষ করে ছেলেদের যৌন চাহিদা বেশি থাকায় রতিক্রীয়ায় বেশি সুখ ও শান্তি অনুভব করে। তবে অনেকের কাম শক্তি বা যৌন ক্ষমতা কম থাকে। এই পোস্টে পুরুষের কাম শক্তি বৃদ্ধির কার্যকরি ঔষধ বা ছেলেদের কাম শক্তি বৃদ্ধির ঔষধ সম্পর্কে সঠিক ও শতভাগ গ্যারান্টিযুক্ত ঔষধ সহ কিছু উপায় সেয়ার করা হবে। চলুন তবে শুরু করা যাক।
পোস্ট সূচিপত্র
ছেলেদের কাম শক্তি বৃদ্ধির ঔষধ বা পুরুষের কাম শক্তি বৃদ্ধির কার্যকরী ঔষধ
প্রিয় পাঠক, ছেলেদের কাম শক্তি বৃদ্ধির ঔষধ বা পুরুষের কাম শক্তি বৃদ্ধির কার্যকরী ঔষধ সম্পর্কে জানতে পুরো পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার যৌনজীবনকে আরো শান্তিময় করতে পারবেন আর হারানো যৌন ক্ষমতা ফিরিয়ে আনতে পারবেন। ছেলেদের তরল বীর্য ঘন করার উপায় সহ আপনি যদি আপনার সকল ধরনের শারীরিক দুর্বলতাকে চিরতরে বিদায় জানিয়ে বেগবান, সুস্থ-সবল ও শক্তিশালি হতে চান তবে পোস্টটি আপনার জন্য। হারানো যৌন ক্ষমতা ফিরে পাওয়া বা ফিরিয়ে আনতে যাদুকরী একটি গাছ সম্পর্কে জানাতে চলেছি আজ। আর কথা নয় চলুন জেনে নেয়া যাক ছেলেদের কাম শক্তি বৃদ্ধির ঔষধ বা পুরুষের কাম শক্তি বৃদ্ধির কার্যকরী ঔষধ সম্পর্কে।
এ গাছের আকার এবং গঠন অনেকটা আমাদের দেশের কুলেখাড়া শাকের মতো। পাতার কিনারাগুলো কাঁটায় ভরা এবং আয়তাকার। গুচ্ছবদ্ধ দু'টি স্তরে বড় ও ছোট হয়। প্রথমে ফুল এবং পরে এর মধ্যে বীজ ধরে। বীজের আকৃতি অনেকটা আমাদের হৃৎপিণ্ডের মতো চ্যাপ্টা ধরনের। বাহির অংশ খসখসে। লম্বা লোমে ঢাকা থাকে। ঘি রঙের এই ছোট বীজগুলোতে সামান্য পানি লাগলেই শুঁয়াগুলো বেড়ে যায় যা অনেকটা পোকার মতো দেখা যায় । বাংলাদেশের সবত্রই এ উদ্ভিদটি দেখা যায়। পাঞ্জাব, সিন্ধুপ্রদেশ ও বেলুচিস্থানে এই বনৌষধিটি জন্মায় অধিক। ভারতের অন্যান্য প্রদেশে এই উদ্ভিদটি খুবই কম দেখা যায়।
আসুন জেনে নেয়া যাক, ছেলেদের কাম শক্তি বৃদ্ধির ঔষধ বা পুরুষের কাম শক্তি বৃদ্ধির কার্যকরী ঔষধ ও হারানো যৌন ক্ষমতা ফিরিয়ে আনতে যাদুকরী গাছটির ব্যবহার ও তার উপকার সর্ম্পকে।
স্বপ্নদোষ চিরতরে নির্মুল করতে ব্যবহার
প্রতিটি পরুষের জন্য স্বপ্নদোষ একটি স্বাভাবিক ব্যাপার। তবে এই স্বাভাবিক বিষয়টি কোন কোন সময় অস্বাভাবিক হয়ে পরে। আর এটি অস্বাভাবিক হয়ে গেলে একজন পুরুষের জন্য মারাত্বক ক্ষতি সাধিত হয় এবং মারাত্বক রোগে পরিনত হয়। দীর্ঘ দিন সপ্নদোষ চলতে থাকলে এটি মেহ, ধজভঙ্গ এমনকি এটি একটি পুরুষকে নৃপুংশ করে দেয়। মানুষ প্রাচীনকাল থেকে এই রোগের বিভিন্ন ঔষধ ব্যবহার করে আসছে। তবে ভেষজ উপায়ে এই রোগ নির্মুল করা সম্ভব। স্বপ্নদোষ চিরতরে নির্মুল করতে, ছেলেদের তরল বীর্য ঘন করতে উচ্চটা গাছ একটি মহাঔষধ হিসেবে কাজ করে। চলুন এই গাছটির ঔষধি ব্যবহার সম্পর্কে জানা যাক।
স্বপ্নদোষ বা হারানো যৌন ক্ষমতা ফিরিয়ে আনতে যাদুকরী গাছ উচ্চটার ব্যবহার
এবার আসি আসল কথায় স্বপ্নদোষ বা হারানো যৌন ক্ষমতা ফিরিয়ে আনতে, ছেলেদের তরল বীর্য ঘন করতে, ছেলেদের কাম শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে ও পুরুষের যৌন শক্তি বাড়াতে যাদুকরী গাছ উচ্চটা এর পাতার কাথ প্রতিদিন সকালে এক চামচ পরিমান খেলে স্বপ্নদোষ স্থায়ীভাবে আরোগ্য লাভ করে। ছেলেদের কাম শক্তি বৃদ্ধি পায়, বীর্য ঘন হয়।
ঔষধ ০১: পুরুষত্ব সতেজ করতে ও ছেলেদের বীর্য ঘন করতে
পুরুষত্ব সতেজ করতে, হারানো যৌন ক্ষমতা ফিরিয়ে আনতে ও ছেলেদের বীর্য ঘন করার ঔষধ হিসেবে ১ চামচ উচ্চটা গাছের পাতার ক্বাথ, সমপরিমাণ ঘি এবং চিনি, আর একটি চড়ুই পাখীর ডিম অথবা চড়ুই পাখির ডিম পাওয়া না গেলে আমাদের দেশীয় মুরগির ডিম এক কাপ গরম দুধের সঙ্গে ভালভাবে মিশিয়ে প্রতিদিন সাকালে খেলে পৌরুষ উদ্দীপিত হয়, এই ঔষধটি প্রাচীনকাল থেকে আমাদের দেশে প্রচলিত ও পরিক্ষিত। যারা নৃপুংশ হয়ে গেছে তাদের জন্যও এটি অত্যান্ত ফলপ্রোদ একটি ভেষজ ঔষধ। সাধারন রাসায়নিক ঔষধ ব্যবহার না করে পার্শপ্রতিক্রিয়া মুক্ত এই ভেষজ ঔষধটি ট্রাই করতে পারেন, এটি ম্যাজিকের মত কাজ করে।
ঔষধ ০২: ইন্দ্রিয় সতেজ করতে, পুরুষে শক্তি বৃদ্ধির ঔষধ বা ছেলেদের শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে
বয়স বেশি হলে অথবা ব্যাধিগ্রস্ত হওয়ার ফলে আমাদের দেহ এবং মনোবল হ্রাস পায়। ফলে অনেকই অল্প বয়সেই বুড়িয়ে যায়, ইন্দ্রিয়গুলো সতেজ রাখতে এবং ক্ষয় পূরণের জন্য উচ্চটা পাতা এবং কচি ডাল চূর্ণ প্রতিদিন আধা চামচ পরিমাণ খেলে শরীর সতেজ ও শক্তিশালী হবে। ইন্দ্রিয় সতেজ করতে, শারিরীকভাবে বলবান হতে, পুরুষের কাম শক্তি বৃদ্ধির কার্যকরি ঔষধ, ছেলেদের কাম শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে ও হারানো যৌবন ফিরিয়ে আনতে উচ্চটা গাছের জুড়ি মেলা ভার। যারা এই সমস্যায় রয়েছেন একবার ট্রাই করেই দেখুন শতভাগ ফল পাবেন।
ঔষধ ০৩: শুক্ররস বৃদ্ধি ও বীর্য ঘন করতে চমৎকার ফলাফল
যাদের শুক্ররস কম, অথবা দীর্ঘদিন যৌন কর্মে শুক্ররস কমে গিয়েছে বা বীর্য পাতলা হয়ে গিয়েছে তারা প্রতিদিন এক চামচ উচ্চটা পাতার রস খেলে তাদের শরীরের শুক্ররস বৃদ্ধি হবে, বীর্য ঘন হবে। উচ্চটা পাতার রসে ছেলেরা বলবান হবে। পুরুষের শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে, ছেলেদের শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে ও হারানো যৌবন ফিরে পেতে উচ্চটা গাছের পাতার রস হতে পারে আপনার জন্য অব্যর্থ ঔষধ।
যা জেনে রাখা প্রয়োজন
উচ্চটা গাছের মূল খুবই বিষাক্ত। ফলে শরীরে বিষক্রিয়ার সৃষ্টি হয় তাই এর মূল ব্যবহারে শতর্কতা অবলম্বন করতে হবে।।
এই ওষধি গাছটি ব্যবহারে শরীরে কোনো রোগ ব্যাধি দেখা দেয় না। ফলে শরীর থাকে সর্বদা সুস্থ ও রোগমুক্ত
ইউনানী চিকিৎসকদের কাছে উচ্চটা খুবই পরিচিত একটি গাছ। মানবদেহকে সর্বদা চাঙ্গা ও সুস্থ সবল রাখার জন্য চিকিৎসকগণ এর ক্বাথ বা চূর্ণ ব্যবহারের নির্দেশ দিয়ে থাকেন।
প্রিয় পাঠক, পুরো পোস্ট সম্পর্কে পড়ে আপনি নিশ্চই জানতে পেরেছেন উচ্চটা গাছের পরিচয়, জন্মস্থান ও প্রাপ্তিস্থান সম্পর্কে। আর এই গাছ কিভাবে ব্যবহার করতে হয় আর এর ব্যবহারে কী কী উপকার পাবেন সে সম্পর্কে। স্বপ্নদোষ চিরতরে নির্মুল করে পুরুষত্ব সতেজ করতে, শরিরীকভাবে বলবান হয়ে ছেলেদের বীর্য ঘন করার ঔষধ হিসেবে, পুরুষের কাম শক্তি বৃদ্ধির কার্যকরি ঔষধ হিসেবে, ছেলেদের কাম শক্তি বৃদ্ধির ঔষধ হিসেবে ও হারানো যৌবন ফিরিয়ে আনতে উচ্চটা গাছের জুড়ি মেলা ভার। ছেলেদের কাম শক্তি বৃদ্ধির ঔষধ সম্পর্কিত পোস্টটি আপনার কাছে ভাল লাগলে বন্ধুদের সাথে সেয়ার করুন, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url