ছেলেদের চুলের যত্ন। চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করার প্রাকৃতিক সমাধান
চুলের যত্নে আমরা প্রায় সবাই বেপরোয়া। যেভাবে চুলের যত্ন নেয়া দরকার আমরা কেউ সে ভাবে কেয়ার করি না। বিশেষ করে ছেলেদের চুলের যত্ন। আর তাই আমাদের দেশের প্রায় সিংহ ভাগ ছেলেদের মাথায় টাক পরে আর টাক না পড়লে অল্প বয়সেই চুল সাদা হয়ে যায়। এই দুটি সমস্যার আমাদের দেশের ছেলে বা মেয়ে উভয়ই ভুক্তভুগি। এ জন্য বিভিন্ন চিকিৎসায় প্রচুর অর্থ নস্ট করে ফেলেছেন। তেমন কোন ফলাফল পান নি। ছেলেদের চুলের যত্ন, চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করার প্রাকৃতিক সমাধান বিষয়ে এই পোস্টে আলোচনা করা হবে।
আমাদের হাতের কাছেই পাওয়া যায় একটি ফুল ও ফুল গাছ নাম তার জবা। চুল সংক্রান্ত যে কোন সমস্যায় জবা ফুলের প্রাকৃতিক গুনাগুন অনেক। প্রাচীন কাল থেকে ছেলেদের চুলের যত্ন বা মেয়েদের চুলের যত্নে জবা ফুল ব্যবহার হয়ে আসছে। তাই আর সময় নস্ট না করে চলুন জেনে নেয়া যাক ছেলেদের চুলের যত্ন, চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করার প্রাকৃতিক সমাধান চুলের সমস্যায় জবা ফুলের প্রাকৃতিক গুনাগুন ও ভেষজ ব্যবহার সম্পর্কে।
আরো পড়ুন : যৌন জীবনকে করুন আরো শান্তিময়। শতভাগ পুরুষত্ব ফিরিয়ে আনতে যাদুকরী এই গাছ সম্পর্কে জানুন
ছেলেদের চুলের যত্ন। চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করা । জবা গাছের পরিচয়, জন্মস্থান ও প্রাপ্তিস্থান
এটি একটি ছোট আকারের গাছ। লম্বায় পাঁচ থেকে আট ফুট পর্যন্ত হয়। জবা ফুলের চারটি শ্রেণী রয়েছে। তবে আমাদের দেশে সাধরনতঃ একপাটি এবং পঞ্চমুখী এই দুই জাতের জবা ফুল দেখা যায় ।
জবা ফুল গাছের বহু শাখা প্রশাখা হয়। পাতা ডিম্বাকৃতি ও দাঁতযুক্ত আগার দিকটা সরু। ফুল বহু রকম রঙের হয়। লাল, নীল, হলুদ, সাদা, ফিকে গোলাপী এবং লাল এই দু'টি রঙ-এর সংমিশ্রণের জবা ফুলও দেখা যায় আমাদের দেশে। বীজকোষ গোলাকার এবং তার মধ্যে বহু বীজ থাকে। প্রায় সারা বছর ধরেই গাছে ফুল ফোটে এবং ফলও ধরে। বাংলাদেশের সর্বত্র এই জবা ফুলের গাছ জন্মায়। বিশেষ করে গৃহস্থবাড়ির উঠানে অথবা বাগানে এই গাছ রোপণ করা হয় । এবার চলুন ছেলেদের চুলের যত্ন, চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করার প্রাকৃতিক সমাধান এ জবা ফুলের ঔষধি গুনাগুন সম্পর্কে।
ছেলেদের চুলের যত্ন । টাক পোকা আপনার চুল খেয়ে ফেলছে নাতো?
চুলের গোড়ায় এক প্রকার ক্ষুদ্র পোকা জন্মানোর মাধ্যমে আপনার মাথায় টাক পরতে পারে। পোকাগুলোকে টাক পোকা বলা হয়। টাক পোকাগুলো আপনার মাথায় চুল গজানোর সাথে সাথে খেয়ে ফেলে। আর অনেকেই এটা না বুঝে চুল গজানোর নানা রকম ঔষধ খায়। কিন্তু কোন কাজ হয় না। চলুন এবার জেনে নেই টাক পোকার আক্রমণে জবা ফুলের ব্যবহার সম্পর্কে ও ছেলেদের চুলের যত্নঃ চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করার প্রাকৃতিক সমাধান সম্পর্কে।
আরো পড়ুন : স্বামী কি স্ত্রীকে রক্ত দিতে পারবে
টাক-পোকার আক্রমণে জবা ফুলের ব্যবহার
অনেক সময় দেখা যায় অনেকের মাথার কিছুটা অংশে চুল সম্পূর্ণ উঠে গিয়ে টাকের মতো চক্চক্ করছে। এরকম অবস্থা কেবল মাথায় নয়, দাড়ি এবং চোখের ভ্রূতেও হতে পারে। এটা এক ধরনের অতি ক্ষুদ্র পোকা, চুলের কিছু অংশ খেয়ে ফেলে। চুল গজালেই তারা সেটা খেতে থাকে। ফলে মনে হয় টাক পড়েছে। এক্ষেত্রে জবা ফুল বেটে গোসল করার পর ভেজা চুল শুকিয়ে গেলে ঐ স্থানে কয়েকদিন প্রলেপ দিলে পোকাগুলো মরে যায় এবং আবার নতুন চুল গজায়। ছেলেদের চুলের যত্ন, চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করার প্রাকৃতিক সমাধান টাক পোকার আক্রমন থাকলে সমাধান দিতে পারে এই জবা ফুল।
চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করা ও চুল বৃদ্ধি করতে জবা ফুলের ব্যবহার
এক কাপ তাজা জবা পাতার রস এবং সমপরিমাণ যয়তুন তেল মিশিয়ে ভালোভাবে ফুটাতে হবে। রস তেলের মধ্যে মিশে যখন শুধু তেলটা থাকবে, তখন আঁচ থেকে নামিয়ে ঠাণ্ডা হলে কাঁচের শিশিতে ভরে রাখতে হবে। এই তেল নিয়মিত মাথায় মাখলে চুলের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। একদিকে চুল যেমন বাড়বে তেমনি সহজে আর পাকবে না । চুল বৃদ্ধি করা বা ছেলেদের চুলের যত্ন, চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করার প্রাকৃতিক সমাধান হতে পারে জবা গাছের পাতা।
আরো পড়ুন : মোটা হওয়ার ভেষজ ঔষধের নাম জেনে নিন, রোগা থেকে মোটা হওয়ার ভেষজ উপায়
পাকা চুল কালো করতে জবা ফুলের ব্যবহার
৪ লিটার জবা ফুলের রসে, সমপরিমাণ গরুর দুধ, এক লিটার তেল এবং ৯০ গ্রাম যষ্টিমধু মিশিয়ে একটি স্টীলের পাত্রে আগুনে ফুটাতে হবে। দুধ এবং ফুলের রস মিলে গেলে পাত্র আঁচ থেকে নামিয়ে নিতে হবে। অতঃপর ঠাণ্ডা হলে কাঁচের বোতলে ভরে রাখতে হবে। এই তেল নিয়মিত ব্যবহার করলে পাকা চুল ধীরে ধীরে কালো হয় । এটা বহু যুগ ধরে প্রচলিত ঔষধ। ভেষজ চিকিৎসকগণ প্রাচীনকাল থেকে এই প্রকৃয়ায় চুলের অকাল পক্কতা রোগের চিকিৎসা দিতেন। ছেলেদের চুলের যত্ন। চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করার প্রাকৃতিক সমাধান হতে পারে এই ভেষজ টোটকা।
উপসংহার : ছেলেদের চুলের যত্ন | চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করার প্রাকৃতিক সমাধান
প্রিয় পাঠক, ছেলেদের চুলের যত্ন, চুল পড়া বন্ধ বা পাকা চুল কালো করার প্রাকৃতিক সমাধান বিষয়ক পুরো পোস্টটি পড়ে নিশ্চই বুঝতে পেরেছেন চুলের যত্নে জবা ফুলের গুনাগুন সম্পর্কে। চুল ওঠা বা চুলের অকাল পক্কতা আপনার যে সমস্যাটিই থাকুক না কেন এই পোস্টে বর্নিত জবা ফুল দিয়ে প্রস্তুতকৃত ঔষধ ব্যবহার করে দেখতে পারেন। অনেকতো সময় আর পয়সা খরচ করেছেন। উল্লেখিত টোটকাগুলোর একটি একবার ব্যবহার করেই দেখুন। এগুলো ম্যাজিকের মত কাজ করবে বলে আশা করি। পোস্টটি আপনার ভাল লাগলে বন্ধুদের মাঝে সেয়ার করুন আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url