সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন ২০২৩ বিস্তারিত জেনে নিন। আপনি পাচ্ছেন তো?
গত ৩১ জানুয়ারি, ২০২৩ মহামান্য রাষ্ট্রপতির সম্মতির মধ্যদিয়ে মহান জাতীয় সংসদ কর্তৃক “সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩” পাশ করা হয়েছে। ১৭ আগস্ট ২০২৩ গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় এ পেনশন পদ্ধতি উদ্বোধন করেন। দেশের জনগণের গড় আয়ু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই বাড়ছে বয়স্ক জনগোষ্ঠী। সেই সকল বয়স্ক জনগোষ্ঠীর টেকসই ও সুসংগঠিত সমাজিক নিরাপত্তা বলয়ের আওতাভুক্ত করার লক্ষ্যে এবং ভবিষ্যতে কর্মক্ষম জনসংখ্যা হ্রাসের ফলে নির্ভশীলতার হার বৃদ্ধি পাবে বলে ধারনা করা হয়। আর তাই উক্ত আইনের আলোকে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করা হয়েছে। কি কি থাকছে “সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩” এর মধ্যে? চলুন সর্বজনীন পেনশন গেজেট থেকে বিস্তারিত জেনে নেয়া যাক।
সুচিপত্র :
- স্কিমের প্রকারভেদ
- স্কিমে অংশগ্রহণের যোগ্যতা
- স্কিমসমুহের বৈশিষ্ট ওনিবন্ধন সংক্রান্ত
- পেনশনে মাসিক চাঁদা প্রদানসংক্রান্ত
- নমিনী মনোনয়ন
- প্রদত্ত চাঁদা হতে ঋণ গ্রহণ
- চাঁদাদাতা বা পেনশনারমৃত্যুবরণ করলে উত্তরাধিকার সংক্রান্ত বিধান
- স্কিমের যাবতীয় রেকর্ড সংরক্ষণ
- স্কিমসমুহে মাসিক চাঁদারহার ও মাসিক পেনশনের প্রাপ্তির ছক
স্কিমের প্রকারভেদ
·
প্রবাস স্কিম (প্রবাসি বাংলাদেশিদের জন্য)
·
প্রগতি স্কিম (বেসরকারী প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য)
·
সুরক্ষা স্কিম (স্বকর্মে নিয়জিতদের
জন্য)
· সমতা স্কিম (স্বকর্মে নিয়জিত স্বল্প আয়ের মানুষদের জন্য)
স্কিমে অংশগ্রহণের যোগ্যতা
- জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে ১৮ (আঠারো) বছর তদূর্ধ্ব বয়স হতে ৫০ (পঞ্চাশ) বছর বয়সি সকল বাংলাদেশি নাগরিক সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রণ করতে পারবে। (তবে শর্ত থাকে যে, বিশেষ বিবেচনায় ৫০ (পঞ্চাশ) বছর উর্ধ্ব বয়সের নাগরিকগণও সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ করতে পারবেন এবং সেইক্ষেত্রে স্কিমে অংশগ্রহণের তারিখ হতে নিরবচ্ছিন্ন ১০ (দশ) বৎসর চাঁদা প্রদান শেষে তিনি যে বয়সে উপনীত হবেন সেই বয়স হতে আজীবন পেনশন প্রাপ্ত হবেন)।
- বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীগণ এ কর্মসূচিতে অন্তর্ভূক্ত হতে পারবেন।
স্কিমসমুহের বৈশিষ্ট ও নিবন্ধন সংক্রান্ত
- প্রত্যেক চাঁদাদাতার জন্য একটি পৃথক ও স্বতন্ত্র পেনশন হিসাব থাকবে।
- পেনশনে থাকাকালীন ৭৫ (পচাঁত্তর) বছর পূর্ণ হওয়ার পূর্বে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি অবশিষ্ট সময়কালের (মূল পেনশনারের বয়স ৭৫ (পঁচাত্তর) বৎসর পর্যন্ত) জন্য মাসিক পেনশন প্রাপ্ত হবেন।
- চাঁদাদাতা কমপক্ষে ১০ (দশ) বছর চাঁদা প্রদান করার পূর্বে মৃত্যুবরণ করলে জমাকৃত অর্থ মুনাফাসহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে।
- পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য করে, কর রেয়াতের জন্য বিবেচিত হবে এবং মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত থাকবে।
- প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ যাদের জাতীয় পরিচয় পত্র নাই তারা তাদের জন্য পাসপোর্ট এর ভিত্তিতে নিবন্ধন করতে পারবে।
- সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় থাকা ব্যক্তিগণ প্রযোজ্য স্কিমে অংশগ্রহণ করতে পারবেন।
- কোন স্কিম নিবন্ধনের জন্য দেশে এবং প্রবাসে অবস্থানরত বাংলাদেশী নাগরিকগণকে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরম অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে যার বিপরীতে আবেদনকারীর অনুকূলে একটি ইউনিক আইডি নম্বর প্রেরণ করা হবে।
- আবেদনে উল্লেখিত আবেদনকারীর মোবাইল নম্বরের এবং প্রবাসী আবেদনকারীর ক্ষেত্রে স্বয়ংক্রিয় ইমেলের মাধ্যমে ইউনিক আইডি নম্বর, চাঁদার হার এবং মাসিক চাঁদা প্রদানের তারিখ জানিয়ে দেয়া হবে।
আরো পড়ুনঃ পাসপোর্ট সংশোধন করতে কত টাকা লাগে তা জেনে নিন
পেনশনে মাসিক চাঁদা প্রদান সংক্রান্ত
- যেকোন স্কিমে নিবন্ধিত হলে কর্তৃপক্ষ কর্তৃক উক্ত স্কিমের জন্য ধার্যকৃত হারে নিয়মিত চাঁদা প্রদান করতে হবে।
- নিবন্ধনের পর আবেদনকারীর জন্য নির্ধারিত তারিখের মধ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিটকার্ড ও তফসিলি ব্যাংকের যে কোন শাখায় OTC (Over the Counter) পদ্ধতির মাধ্যমে কর্তৃপক্ষের নির্ধারিত ব্যাংক হিসাবে মাসিক চাঁদা জমা করবেন।
- সকল স্কিমের জন্য চাঁদার কিস্তি চাঁদাদাতার পছন্দ অনুযায়ী মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক ভিত্তিতে পরিশোধের সুযোগ থাকবে।
নমিনী মনোনয়ন
- স্কিমের চাঁদাদাতা, স্কিমে জমাকৃত অর্থ বা জমার বিপরীতে প্রাপ্য পেনশন বাবদ অর্থ তার মৃত্যুর পর গ্রহণ বা উত্তোলনের নির্মিত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফরম অনলাইনে পুরণ করে এক বা একাধিক নমিনী মনোনয়ন প্রদান করতে পারবেন এবং যে কোনো সময় নমিনী বাতিল করে নতুন এক বা একাধিক নমিনী নির্বাচন করতে পারবেন।
আরো পড়ুনঃ হার্ডিঞ্জ ব্রীজের ইতিহাস - হার্ডিঞ্জ ব্রিজ কোনজেলায় অবস্থিত
প্রদত্ত চাঁদা হতে ঋণ গ্রহণ
- চাঁদাদাতা, নিজের এবং পরিবারের সদস্যদের চিকিৎসা, গৃহ নির্মাণ, গৃহ মেরামত এবং সন্তানের বিবাহের ব্যয় নির্বাহের জন্য, প্রয়োজনে, তহবিলে কেবল তার জমাকৃত অর্থের ৫০% (শতকরা পঞ্চাশ ভাগ) ঋণ হিসাবে উত্তোলন করতে পারবেন, উক্ত ঋণের অর্থ ধার্যকৃত ফিসহ সর্বোচ্চ ২৪ (চব্বিশ) কিস্তিতে পরিশোধ করতে হবে এবং সমুদয় অর্থ চাঁদাতাদার হিসাবে জমা হবে।
চাঁদাদাতা বা পেনশনার মৃত্যুবরণ করলে উত্তরাধিকার সংক্রান্ত বিধান
- নমিনীর অবর্তমানে উত্তরাধিকারী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় সরকার কর্তৃক ইস্যুকৃত উত্তরাধিকার সনদের ভিত্তিতে কর্তৃপক্ষ উত্তরাধিকার সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
- কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তি সচিব, অর্থ বিভাগ বরাবর আপিল করতে পারবেন।
- আপিল কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
স্কিমের যাবতীয় রেকর্ড সংরক্ষণ
- কর্তৃপক্ষ স্কিমের হিসাব, পেনশন হিসাব, কার্পাস হিসাব, চাঁদাদাতা ও নমিনীর জীবন বৃত্তান্তসহ যাবতীয় তথ্য ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষণ করবে। সেই তথ্যগুলো প্রয়োজনে হালনাগাদ করার পাশাপাশি backup রাখবে।
স্কিমসমুহে মাসিক চাঁদার হার ও মাসিক পেনশন প্রাপ্তির ছক
প্রবাস স্কিম
মাসিক চাঁদার হার |
5,000 টাকা |
7,500 টাকা |
10,000 টাকা |
চাঁদা প্রদানের মোট সময় (বছর) |
মাসিক পেনশন (টাকা) |
মাসিক পেনশন (টাকা) |
মাসিক পেনশন (টাকা) |
42 |
1,72,327 |
2,58,491 |
3,44,655 |
40 |
1,46,001 |
2,19,001 |
2,92,002 |
35 |
95,935 |
1,43,902 |
1,91,870 |
30 |
62,330 |
93,495 |
1,24,660 |
25 |
39,774 |
59,661 |
79,548 |
20 |
24,634 |
36,951 |
49,268 |
15 |
14,772 |
21,708 |
28,944 |
10 |
7,651 |
11,477 |
15,302 |
প্রগতি স্কিম
মাসিক চাঁদার হার |
2,000 টাকা |
3,000 টাকা |
5,000 টাকা |
চাঁদা প্রদানের মোট সময় (বছর) |
মাসিক পেনশন (টাকা) |
মাসিক পেনশন (টাকা) |
মাসিক পেনশন (টাকা) |
42 |
68,931 |
1,03,396 |
1,72,327 |
40 |
58,400 |
87,601 |
1,46,001 |
35 |
38,374 |
57,561 |
95,935 |
30 |
24,932 |
37,398 |
62,330 |
25 |
15,910 |
23,846 |
39,774 |
20 |
9,854 |
14,780 |
24,634 |
15 |
5,789 |
8,683 |
14,472 |
10 |
3,060 |
4,591 |
7,651 |
আরো পড়ুনঃ হিন্দু ধর্মে সহবাসের নিয়ম - হিন্দু ধর্মে স্ত্রীসহবাসের নিয়ম
সুরক্ষা স্কিম
মাসিক চাঁদার হার |
1,000 টাকা |
2,000 টাকা |
3,000 টাকা |
5,000 টাকা |
চাঁদা প্রদানের মোট সময় (বছর) |
মাসিক পেনশন (টাকা) |
মাসিক পেনশন (টাকা) |
মাসিক পেনশন (টাকা) |
মাসিক পেনশন (টাকা) |
42 |
34,465 |
68,931 |
1,03,396 |
1,72,327 |
40 |
29,200 |
58,400 |
87,601 |
1,46,001 |
35 |
19,187 |
38,374 |
57,561 |
95,935 |
30 |
12,466 |
24,932 |
37,398 |
62,330 |
25 |
7,955 |
15,910 |
23,846 |
39,774 |
20 |
4,927 |
9,854 |
14,780 |
24,634 |
15 |
2,894 |
5,789 |
8,683 |
14,472 |
10 |
1,530 |
3,060 |
4,591 |
7,651 |
সমতা স্কিম
মাসিক চাঁদার হার |
1,000 টাকা (চাঁদাদাতা 500 টাকা+সরকারি অংশ 500 টাকা
) |
চাঁদা প্রদানের মোট সময় (বছর) |
মাসিক পেনশন (টাকা) |
42 |
34,465 |
40 |
29,200 |
35 |
19,187 |
30 |
12,466 |
25 |
7,955 |
20 |
4,927 |
15 |
2,894 |
10 |
1,530 |
বিস্তারিত আরোও জানতে ও
আবেদন ফরম ডাউনলোডসহ রেজিস্ট্রেশন করতে
গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের ওয়েব সাইট ভিজিট করতে পারেন।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url