Instagram Income: ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় করুন

বর্তমানে ইন্টারনেটের যুগে অনলাইন থেকে টাকা আয় করার অনেক উপায় রয়েছে। আপনার ইচ্ছাশক্তি আর কাজ করার মানসিকতা থাকলে আপনিও মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে অনলাইন থেকে টাকা ইনকাম করার সবচেয়ে সহজ উপায় রয়েছে ইনস্টাগ্রামে। Instagram Income: ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় করুন বিষয়ক আজকের পোস্টটি পুরোটা পড়ে নিন আর জেনে নিন কিভাবে ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় করতে পারেন।

Instagram Income বা ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয়

Instagram Income: ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয়

বর্তমানে বাংলাদেশের মানুষ প্রচুর পরিমানে সোসাল মিডিয়া ব্যবহার করে।ইনস্টাগ্রাম হলো তাদের মধ্যে অন্যতম। এখানে আপনি অযাথা সময় নস্ট না করে আয় করার ধান্দায় থাকলে আপনিও পারবেন বড় এমাউন্টের টাকা রোজগার করতে। এই পোস্টে কিভাবে ইনস্টাগ্রাম থেকে লাখ টাকা আয় করবেন তার উপায় বর্ণনা করা হয়েছে। পোস্টটির শেষ পর্যন্ত পড়তে থাকুন। আর জেনে নিন Instagram Income: ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় করার উপায় সম্পর্কে।




কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট খুলবেন (How To Open Instagram Account)


Instagram Income: ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় করা যায় এটা জানার আগে জানতে হবে কিভাবে ইনস্টাগ্রাম একাউন্ট খুলবো। 

ইনস্টাগ্রাম থেকে টাকা আয় করার লক্ষ্যে প্রথমে আপনাকে একটি একাউন্ট বানিয়ে ফেলতে হবে।সেটা হতে পারে আপনার পারসোনাল একাউন্ট বা একটি পেজ। আপনার পারসোনাল একাউন্ট বা পেজ একই পদ্ধতীতে খুলতে হবে। একাউন্ট খোলার পরে এটিকে প্রোফিশনাল একাউন্টে কনভার্ট করে নিতে হবে।

ইনস্টাগ্রামে আপনার  খোলার পর আপনার একাউন্ট বা ফলোয়ারের উপর নির্ভর করবে যে আপনি এখান থেকে কত টাকা আয় করতে পারবেন। 

মূল কথা হলো, আপনার একাউন্টের ফলোয়ার যত বেশি হবে, আপনার আয় তত বৃদ্ধি পাবে। আর ফলোয়ার বৃদ্ধি করতে হলে এখানে আপনাকে সময় দিয়ে নিয়মিত ভাল কনটেন্টের কিছু পোস্ট করতে হবে। সেটা হতে পারে Image, Reels, Story ফরম্যাটের।


কিভাবে বাড়াবেন ইনস্টাগ্রাম ফলোয়ার (How To Increase Instagram Followers)


ইনস্টাগ্রামে একাউন্ট খুলে সেখানে বেশি ফলোয়ার বানাতে আপনাকে নিয়মিত কাজ করতে হবে। ইস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য দুইটি পদ্ধতি আছে।

১. Free Organic Follower : ইনস্টাগ্রাম এলগারিদম ব্যবহার করে আপনার পেজের পোস্ট এর চাহিদা বিবেচনা করে আপনার পেজকে অটো র‍্যাংক করবে তার উপর ভিত্তি করে আপনি অর্গানিক ফলোয়ার পাবেন।

২.  Paid Ads : আপনার পেজ ও পোস্টকে আরো বেশি ইউজারের কাছে পৌছে দিতে ইনস্টাগ্রামকে আপনি পেইড করলে তারা আপনার পেজে হিউজ ফলোয়ার এনে দেবে।

এছাড়াও আপনি আপনার ইনস্টাগ্রাম একাউন্টটি ভালভাবে কাস্টমাইজ করবেন এবং নিয়মিত বেশি বেশি পোস্ট করবেন। আর পোস্ট গুলো হতে হবে নিদ্দিষ্ট বিষয়ের উপর। অর্থাৎ আপনাকে একটি নিদ্দিস্ট টপিকের উপর পোস্ট করতে হবে।


Instagram Income: ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় করুন




ইনস্টাগ্রাম বিষয় (Niche) বাছাই করা 

Instagram একাউন্ট বানানোর আগে আপনাকে ঠিক করতে হবে, আপনার Account এ কোন ধরনের কন্টেন্ট পোস্ট করবেন বা কোন বিষয়ের উপর পেজ টি খুলবেন। এই নিদ্দিষ্ট বিষয়টি আপনার পেজ বা পার্সোনাল একাউন্ট দুই ক্ষেত্রেই প্রযোজ্য হতে হবে। যে বিষয়ের উপর আপনি পেজ খুলবেন সেই বিষয়ে নিয়মিত আপনি ইমেজ, ভিডিও বা রিলস পোস্ট করতে হবে। Instagram Income বা ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় করতে ইনস্টাগ্রাম নিশ সিলেকশন একটি গুরুত্বপুর্ণ বিষয়।




পেজের ইউজার নেম 

Instagram Income বা ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় করতে একটি  ইনস্টাগ্রাম পেজ বানানোর সাথে সাথে সেখানে সঠিক উজারনেম বাছাই করতে হবে। উজারনেমের মধ্যে আপনার বাছাইকৃত বিষয়ের উপর একটি কি-ওয়ার্ড থাকলে ভালো হবে। পেজকে একটি ইউনিক অবস্থান দেয়ার জন্য এসইও ফ্রেন্ডলি একটি কি-ওয়ার্ড ব্যবহার ভাল ফলাফল দেবে।


প্রোফেশনাল একটি লোগো ব্যবহার

Instagram Income বা ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় করার জন্য ইনস্টাগ্রামে পেজ বানানোর পর অবশ্যই একটি লোগো দেয়া প্রয়োজন। এটা আপনার প্রডাক্ট কে র‍্যাংক করাতে সাহায্য করে। যদি আপনার পার্সোনাল একাউন্ট থাকে সেখানে নিজের প্রোফাইল পিকচার দিবেন এবং যদি পেজ হয় সেক্ষেত্রে অবশ্যই একটি প্রফেশনাল লোগো ব্যবহার করবেন। 

পেজে একটি সংক্ষিপ্ত ডিসক্রিপশন

ইনস্টাগ্রাম পেজে যখন কোন নতুন ইউজার ভিজিট করে সে প্রথমে পেজের ডিসক্রিপশন পড়ে নেয়। ডিসক্রিপশন পড়েই সে বুঝতে পারে পেজটি কোন বিষয়ের উপর বানানো। আর সেই বিষয়টি তার কাঙ্খিত হলে, অবশ্যই পেজটি ফলো করবে। তাই ভাল র‍্যাংক পেতে ভাল একটি সংক্ষিপ্ত ডিসক্রিপশন প্রয়োজন। আর একটি ভাল ডিসক্রিপশন Instagram Income বা ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে।


কনটেন্ট

সব কিছুর পর আসে ভাল কনটেন্ট যেটা যেকোন প্লাটফর্মে জন্য একটি জরুরি বিষয়। এই কন্টেন্টের মাধ্যমে যেকোন পেজ র‍্যাংক সাফল্যের দিকে যায়। পেজ কে ভাইরাল করার জন্য অবশ্য আপনাকে ভাল কনেটন্ট ব্যবহার করতে হবে। কন্টেন্ট আপনি ইমেজ ও ভিডিও এর মাধ্যমে পাবলিশ করতে পারেন। আপনাকে Attractive Image Content বানানোর জন্য বিভিন্ন ধরনের Graphics, Infographics, Text ব্যবহার করতে পারেন। আর ভিডিও কে আপনি রিল বলতে পারেন যেখানে আপনাকে একটি ৬০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে কন্টেন্ট পাবলিশ করতে হয়। এখানে আপনার কনটেন্ট যত কালারফুল ও আকর্ষণীয় হয় আপনার পোস্টটি তত ভাইরাল হতে থাকে। 


হ্যাস(#) ট্যাগিং

যেকোন সোশ্যাল মিডিয়ার পোস্ট বা কন্টেন্ট কে ভাইরাল করানোর জন্য সবচেয়ে সহজ মাধ্যম হল সঠিক হ্যাশট্যাগিং ব্যবহার করা। আমরা অনেক সময় দেখে থাকি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয়ের উপর হ্যাস ট্যাগিং বা র‍্যাংক হয়ে থাকে। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও এই হ্যাসট্যাগের মাধ্যমে পোস্ট র‍্যাংক হয়ে থাকে। এখানে আপনি ৩০ টি হ্যাসট্যাগ ব্যবহার করতে পারেন। হ্যাসট্যাগ অবশ্যই আপনাকে নিজের বাছইকৃত বিষয় অনুযায়ী ব্যবহার করতে হবে। বিভিন্ন টুল এর মাধ্যমে হাই র‍্যাংকিং ভলিউমের হ্যাসট্যাগ বাছাই করতে পারেন। 


প্রিয় পাঠক আমরা এখন পর্যন্ত জানলাম কিভাবে ইনস্টাগ্রামে একাউন্ট খুলতে হয় এবং কিভাবে পোস্ট পাবলিশ করতে হয়, কিভাবে একাউন্টটি পরিচালনা করতে হয়। এবার চলুন ইনস্টগ্রাম থেকে কিভাবে ইনকাম করা যায় সে বিষয়ে জেনে নেই। 


Instagram Income বা ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয়




ইনস্টাগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়

Instagram Income বা ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় করতে করণিয় কী? ইনস্টাগ্রাম থেকে কিভাবে টাকা আয় করবো? কোন পেজ বানানোর পর এটাই প্রত্যেকের সবচেয়ে বড় প্রশ্ন। কারন ইনস্টাগ্রাম ডাইরেক্ট টাকা দেয় না, বা এই প্লাটফর্মের কোনো অফিসিয়াল মনিটাইজেশন নেটওয়ার্ক নেই। তাহলে উপায় কি? 


আরো পড়ুন : ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে করতে হয়


পেইড প্রোমোশন

বর্তমানে ইনস্টাগ্রাম পেজ যদি একটি সঠিক ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে তাহলে শেখান আপনি যেকোনো ব্রান্ড বা কোম্পানির প্রোডাক্ট প্রমোশন করে টাকা আয় করতে পারেন সহজেই। আপনার পেজের ফলোয়ারের উপর ভিত্তি করে কোম্পানির কাছে মোটা টাকা চার্জ করতে পারেন। এমন অনেক পেজ রয়েছে যারা মাসে এই ধরনের পেইড প্রমোশন করে মাসে প্রচুর টাকা রোজগার করে চলেছে। মূলত: ইনস্টাগ্রাম থেকে টাকা ইনকাম করার এটিই সহজ মাধ্যম।


ই-বুক বিক্রি

আপনার পেজ যদি একটি বিশেষ ক্যাটাগরির হয়ে থাকে তাহলে তাদের কাছে আপনি ই-বুক  বিক্রি করতে পারেন। Education Course Ebook, Current Affairs, Skill Ebook, Business Tips ebook ছাড়াও আরো অনেক ধরনের ই-বুক সেল করতে পারেন আপনার ফলোয়ারদের কাছে। ইন্টারনেটে এখন এই ব্যবসা ভাল লাভজনক হয়ে উঠছে।


এফিলিয়েট মার্কেটিং 

এফিলিয়েট মার্কেটিং হচ্ছে সবচেয়ে বেস্ট, টাকা উপার্জন করার  উৎস। আপনি যেকোন প্রোডাক্টের এফিলিয়েট লিংক দিয়ে পণ্য বিক্রি করে টাকা আয় করতে পারেন। মনে করুন আপনার পেজ হেয়ার ওয়েল বিষয়ের পোস্ট পাবলিশ করে থাকে, তাহলে আপনার পোস্টের নিচে হেয়ার ওয়েল বিক্রেতার প্রেডাক্টের লিংক দিয়ে দিলে আপনার ফলোয়ারগণ সেই লিংকে গিয়ে সেই প্রোডাক্টটি কিনলে সেখান থেকে আপনি কমিশন পাচ্ছেন। আর এই টিপসটি ব্যবহার করেই প্রচুর ইনস্ট্রাগ্রাম পেজ প্রতি মাসে লাখ টাকার বেশি ইনকাম করে আসছে।


উপসংহার: Instagram Income বা ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয়

প্রিয় পাঠক, Instagram Income বা ইনস্টাগ্রাম থেকে মাসে লাখ টাকা আয় বিষয়ে পুরো পোস্টটি পড়ে আশাকরি বুঝতে পেরেছেন কিভাবে ইনস্টাগ্রাম পেজ ব্যবহার করতে হয় এবং কিভাবে তা সঠিকভাবে পরিচালনা করে সেখান থেকে অর্থ উপার্জন করা যায়। পোস্টটি ভাল লাগলে সেয়ার করুন আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান।



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url