ছেলে ও মেয়েদের বেড়ে ওঠা। বাড়নভ্রান্তি রহস্য উন্মোচন।
ছেলে ও মেয়েদের বেড়ে ওঠা। বাড়নভ্রান্তি রহস্য উন্মোচন।
বন্ধুরা, আজ এমন একটি পোস্ট নিয়ে হাজির হলাম, যা খুবই মজার আর রহস্যজনক মনে হতে পারে। আর তা হলো, শারিরীকভাবে কারা তারাতারি বাড়ে ছেলেরা নাকি মেয়েরা? একজন পুরুষের তুলনায় নারীরা দ্রুত বেড়ে ওঠে নাকি নারীর তুলনায় পুরুষরা দ্রুত বেড়ে উঠে। অর্থাৎ ছেলে ও মেয়েদের বেড়ে ওঠা। কথা না বড়িয়ে চলুন শুরু করা যাক বাড়নভ্রান্তি রহস্য উন্মোচন সম্পর্কে।
আরো পড়ুন : নারী নাকি পুরুষ কার লজ্জা বেশি? ১০ টি পার্থক্য জানলে অবাক হবেন
বাড়নভ্রান্তি রহস্য উন্মোচন। আসলে মেয়েরা দ্রুত যৌবন প্রাপ্ত হয়
কতগুলো অমুলক ধ্যান-ধারনা শিক্ষিত অশিক্ষিত সকলের মাঝে অবাহমানকাল থেকে সংক্রমিত হয়ে আসছে। তন্মেধ্যে পুরুষের তুলনায় নারীর বাড়ন ভ্রান্তি একটি মানে শারীরীকভাবে করা বেশি বৃদ্ধি পায় ছেলেরা নাকি মেয়েরা? একবাক্যে সকলেই অনুমান করে নিয়েছে যে, পুরুষের চেয়ে মেয়েরা অধিক বেড়ে থাকে। কিন্তু প্রকৃতপক্ষে তারা পুরুষের তুলনায় মোটেই বেশী বাড়ে না।
তবে একটি কথা বলতে পারা যায় যে, তারা পুরুষের তুলনায় তাড়াতাড়ি যৌবন প্রাপ্ত বা বিবাহ যোগ্য হয়ে থাকে। ১৪-১৫ বৎসরে একটি টগবগে স্বাস্থ্যবান মেয়ে ১৪ বৎসরের কিশোরের চেয়ে লম্বায় বড় হয়না। বরং অন্যান্য অঙ্গ প্রতঙ্গের পরিপুর্নতায় ও লম্বা শাড়ী বা জামার ভড়কে তাকে লম্বা বলে মনে হয়। অর্থ্যাৎ কোন ১৪ বৎসরের কিশোরকে নিতান্ত অপুর্নাঙ্গ বিবেচনায় যুবতীরা তার সাথে এক শয্যায় ঘুমাতেও দ্বীধা বোধ করে না। অথচ সেই ১৪ বৎসরের একটি মেয়ে স্বামীর যৌন সঙ্গিনী।
আরো পড়ুন : Homosexuality and Porn : নগ্নতা ও সমকামিতা 'র প্রভাব থেকে আপনি মুক্ত তো?
ছেলে ও মেয়েদের বেড়ে ওঠা। বাড়নভ্রান্তি রহস্য উন্মোচন।
একটি বয়স্কা মহিলা যার সন্তানাদী আছে অথবা নিঃসন্তান বয়স ২০ বছরের উর্ধে, লম্বায় সে বড় জোড় একটা তরুতাজা কিশোর বালকের মত হতে পারে। অথচ বালকটির বয়স মাত্র ১৪ বৎসর আর মহিলার বয়স ২০ থেকে ৪০ বৎসর। আর ঐ কিশোর বালক যখন যৌবনে পদার্পন করবে অর্থ্যাৎ সে যখন ২০-২৫ বছরেরর যুবকে পরিনত হবে, তখন সেই যুবকের সমবয়সী মহিলারা যুবককের ঘাড় অবধি অথবা কান অবধি লম্বা হতে পারে। অতএব একটা পুর্নাঙ্গ বয়সের স্ত্রী লোক যদি একটা কিশোরের মত লম্বা হয়, তাহলে তারা পুরুষের তুলনায় বেশী বাড়ল কি ভাবে? এমনি ভাবে অহেতুক একটা বাড়ন ভ্রান্তি আমরা সকলেই চিরদিন মনে করে আসছি।
একটা লম্বা মেয়েকে তার বেঁটে স্বামীর তুলনায় খুবই লম্বা মনে হয়, কিন্তু তারা একত্রে দাড়ালে দেখা যায় বউটি লম্বায় স্বামীর সমকক্ষ অথবা কিঞ্চিত খাটো কিন্তু স্বামীর চেয়ে লম্বা নয়। তাই এই ভ্রান্তির মুলে কোন সত্যতা নেই। নিছক ভুল ধারনা মাত্র।
আরো পড়ুন : যৌন জীবনকে করুন আরো শান্তিময়। শতভাগ পুরুষত্ব ফিরিয়ে আনতে যাদুকরী এই গাছ সম্পর্কে জানুন
উপসংহার : ছেলে ও মেয়েদের বেড়ে ওঠা। বাড়নভ্রান্তি রহস্য উন্মোচন
প্রিয় পাঠক, নিশ্চই বুঝতে পেড়েছেন যে, আসলে ছেলেদের চেয়ে মেয়েরা তারাতারি বেড়ে ওঠে না। বরং মেয়েদের চেয়ে ছেলেরাই দ্রুত বৃদ্ধি পায়। ছেলে ও মেয়েদের বেড়ে ওঠা। বাড়নভ্রান্তি রহস্য উন্মোচন। পোস্টটি কবি সুধী মোজাম্মেল হক রচিত নারী চিত্র প্রবন্ধের “দ্রুত বাড়ন ভ্রান্তি” অধ্যায় থেকে নেয়া হয়েছে। উক্ত প্রবন্ধটি এই সাইটের সাহিত্য পাতায় নিয়মিত পোস্ট করা হয়। এরকম আরো তথ্যবহুল পোস্ট জানতে আমাদের সাহিত্য পাতা থেকে ঘুরে আসতে পারেন।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url