শুটকি ভুনা রান্নার নিয়ম। যেভাবে বাড়াবেন শুটকির স্বাদ
জীবন ধারণের জন্য খাদ্য আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমাদের একেক জন একেক রকমের রান্না পছন্দ করে। শুটকি মাছ অনেকে খেতে পছন্দ করে আবার অনেকেএতে একটা উটকো গন্ধ থাকায় খেতে পছন্দ করে না। শুটকি ভুনা রান্নার নিয়ম, যেভাবে বাড়াবেন শুটকির স্বাদ বিষয়ক এই পোস্টে শুটকি কষান করার একটি ভিন্ন পদ্ধতী আলোচনা করা হবে। এই পদ্ধতিতে শুটকি মাছ রান্নায় শুটকি মাছের সেই গন্ধটা একদম থাকে না। আর তাই অনেক রুচি করে খাওয়া যায়। গরম ভাতের সঙ্গে এই শুটকি কষা এতোই সুস্বাদু আর মজাদার হয়ে উঠে যে, নিমিশেই শেষ হয়ে যাবে পাতের ভাত।
পোস্ট সুচিপত্রশুটকি মাছের উপকারিতা
আরো পড়ুন : শীতকালে শিশুর পরিচর্যা
শুটকি ভুনা রান্নার নিয়ম। যেভাবে বাড়াবেন শুটকির স্বাদ
- মোটামুটি মাঝারি সাইজের শুটকি মাছ ৮-১০ টি।
- পিয়াজ কুচি দুই কাপ
- কাঁচা মরিচ ৪ টি
- রসুনের কোয়া আধা কাপ।
- আদা বাটা এক চামচ।
- জিরা বাটা এক চামুচ।
- হলুদ আধা চামচ
- গুড়া মরিচ আধা চামচ
- বড় বা কালো এলাচ দুইটি
- সাদা বা ছোট এলাচ চারটি
- দারুচিনি একখণ্ড
- ধনেপাতা এক কাপ।
- লবণ পরিমাণমতো
রন্ধন প্রণালী : শুটকি ভুনা রান্নার নিয়ম
আরো পড়ুন : গোল মরিচ খাওয়ার নিয়ম | গোল মরিচের উপকারিতা | যে রোগের মহাঔষধ
চুলা একটি কড়াই বসিয়ে তাতে চার চামচ পরিমাণ তেল দিয়ে তেলটি গরম হলে তাতে ধুয়ে রাখা শুটকি মাছগুলো দিয়ে দিন।সেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে নেয়া হয়ে গেলে পুনরায় সেখানে রিয়াজ কুচি কাঁচা মরিচ দিয়ে আরও পাঁচ মিনিট ভাজুন। এরপর একে একে লবণ, হলুদ, গুড়া মরিচ, আদা বাটা, রসুনের কোয়া, জিরা বাটা, কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি, সব উপাদান গুলো ভালো করে মিশিয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিন। এবার চুলায় মাঝারি আচেঁ যতক্ষণ পর্যন্ত শুটকি থেকে তেল বের না হচ্ছে কতক্ষণ পর্যন্ত কষাতে থাকুন।পাঠানো হয়ে গেলে হাফ কাপ পানি দিয়ে আবার ঢেকে দিন।পানি ফুটতে শুরু করলে এবার তাতে এক কাপ ধনিয়া পাতা দিয়ে আরও ২-৩ মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নিন। আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই শুটকি কষা।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url