ইসলামের বাস্তব কাহিনী খালিদ ও ইফরিদ জিন

ইসলামিক সত্য ঘটনা, হাদিসের গল্প বা হাদিস থেকে অনেক মজার মজার ঘটনাগুলো জানতে অনেকেই ভালবাসেন। এই পোস্টে ইসলামের বাস্তব কাহিনী খালিদ ও ইফরিদ জিন নিয়ে একটি ঘটনা বর্ণনা করা হয়েছে। ইসলামের বাস্তব কাহিনী হিসেবে এটি হতে পারে আপনার জন্য একটি শিক্ষনীয় এবং মজাদার। চলুন তবে শুরু করা যাক।

ইসলামের বাস্তব কাহিনী
পোস্ট সূচিপত্র

হযরত খালিদ বিন ওয়ালিদ রাযি. এর সংক্ষিপ্ত পরিচিতি

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কে আমরা সকাল সকলেই কম বেশি চিনি। তার পুরো নাম ছিলো আবু সুলাইমান হযরত আবু সুলাইমান হযরত খালেদ বিন ওয়ালিদ বিন মুগীরা আল কুরাইশী। তিনি ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রী উম্মুল মুমিনিন মায়মুনা রাদিয়াল্লাহু আনহু এর বোনপুত্র। হযরত খালিদ বিন ওয়ালিদ রাযিআল্লাহু আনহু এর পদবিসমূহ এই ছোট পরিসরে বলে শেষ করা যাবে না তিনি ছিলেন একাধারে মহান আল্লাহ তায়ালার উন্মুক্ত তরবারি, রণাঙ্গনের সিংহ কিশোরী, ইসলামের অশ্বারোহী সৈন্য, দুঃসাহসিক হামলাকারী,  মহান প্রতিভাবান, অমর ব্যক্তিত্ব, তাপস সেনাপতি, ইসলামিক সকল অভিযানের বাজপাখি, একত্ববাদের ঝান্ডা বহনকারী সফল সেনাপতি, সকল সেনাপতিদের মধ্যে জাতির কর্ণধার, বীর নওজোয়ান, মর্যাদা ও কল্যাণের মুর্ত প্রতীক।

ইসলামের বাস্তব কাহিনী খালিদ ও ইফরিদ জিন

ইসলামের বাস্তব কাহিনী খালিদ ও ইফরিদ জিন এই পোস্টে ইসলামের সেই বিশিষ্ট ও অমর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর একটি বহুল পরিচিত হাদিসের গল্প শুনবো। গল্পটি যেমনি আমাদের জন্য শিক্ষনীয় হয়ে উঠবে তেমনি এ থেকে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেখানো সকল বিপদ থেকে রক্ষা পাওয়া ও জিন এবং শয়তান থেকে রক্ষা পাওয়ার দোয়া শিখব। চলুন তবে শুরু করা যাক।

মহানবী সা. তাঁর উম্মতদের কঠিন বিপদে পড়লে দোয়া শিক্ষা দিয়েছেন

একবার খালিদ বিন ওয়ালিদ রাজি. এর উপর ইফরিদ নামক একটি জিন চড়াও হল। সেই দুষ্ট জীন তাকে বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন ভয় প্রদর্শন করতে থাকে। ফলে খালিদ বিন ওয়ালিদ রাজি. খুব ঘাবড়ে গেলেন। আর তাই সেই জিনকে উচিত শিক্ষা দিতে তার কোষ থেকে তরবারি বের করে তাকে আঘাত হানতে প্রস্তুত হলেন। কিন্তু তিনি দেখতে পেলেন যে তার তরবারি থেকে একজন উঁচু মর্যাদার সাহাবী আক্রান্ত হচ্ছেন। তিনি অত্যন্ত বিরক্ত হয়ে বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে অবগত করলেন।ইয়া রাসুলুল্লাহ, আমাকে কেউ একজন ভয় প্রদর্শন করছে, আর তাকে যখন আমি আঘাত হানতে যাচ্ছি তখন আমার মনে হচ্ছে সে আমার অতি পরিচিত একজন। 

কঠিন বিপদে পড়লে দোয়া

রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম সব শুনে বললেন, একটু আগে আমাকে জিব্রিল আমিন জানিয়ে দিয়ে গেলেন যে, তোমাকে ইফরিদ নামন একটি জিন ভয় দেখাচ্ছে। অতএব হে খালিদ, তুমি দুনিয়ার যাবতীয় ভয় থেকে বাঁচতে এই দোয়া পড়বে-

অর্থাৎ আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি (ওইসব কালিমার মাধ্যমে যেগুলো অতিক্রম করতে পারেনা কোন সৎ ও অসৎ লোক) আসমান থেকে অবতীর্ণ সব অনিষ্ট থেকে এবং যা তাতে উড়ে যায়। জমিনে যেসব অনিষ্ট ছড়িয়ে আছে, সেসব থেকে এবং যা জমিন থেকে উদ্ভুত হয় তা থেকে। রাত দিনের অনিষ্টতা থেকে পানাহ চাই এবং রাতে আগমনকারীর সর্বপ্রকার অনিষ্টতা থেকে। তবে আর কল্যাণ থেকে নয়, ইয়া রহমান!

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দেওয়ার পর হযরত খালিদ বিন ওয়ালিদ রাজি. এই দোয়ার আমল নিয়মিত শুরু করে দিলেন। যার ফলে তার সেই ভয়সহ যাবতীয় ভয় দূর হয়ে গেল। তাই তার উম্মত হিসেবে এটা আমাদেরও কঠিন বিপদে দোয়া করতে হবে।


উপসংহার : ইসলামের বাস্তব কাহিনী খালিদ ও ইফরিদ জিন

প্রিয় পাঠক, হযরত খালিদ বিন ওয়ালিদ রাযিআল্লাহু আনহু ইসলামের এমন একজন সাহসী বীর ছিলেন যে, তিনি ইসলাম গ্রহণের পর যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন কোন যুদ্ধে পরাজয় বরণ করেননি।  আর নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ সা. প্রায়ই তাকে ঘোড়ায় আরোহন করিয়ে মুজাহিদীদের জিম্মায় নিযুক্ত করে রাখতে। গল্পটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ইসলামের এমন আরও শিক্ষনীয় গল্প পেতে আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url