রসুনের ইতিহাস ও সেক্সে রসুনের উপকারিতা কি?

রসুন একটি অসাধারণ ভেষজ উপাদান ও অনবদ্য রসায়ন। কারণ এটি বুদ্ধি, বায়ু, বীর্য ও পুরুষত্বকে অভাবনীয়ভাবে বৃদ্ধি করে। প্রাচীনকাল থেকে রসুনের ভেষজ ব্যবহার পৃথিবীর সর্বত্র অতি সুনামের সাথে অতি পরিচিত। এই পোস্টে রসুনের হালুয়া প্রস্তুত প্রণালী, রসুনের ইতিহাস ও সেক্সে রসুনের উপকারিতা কি? সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। মনোযোগ দিয়ে পুরো পোস্টটা পড়ে নিন আর জেনে নিন রসুনের হালুয়া প্রস্তুত প্রণালী  রসুনের ইতিহাস ও সেক্সে রসুনের উপকারিতা সহ কিছু ভেষজ গুনাগুন।

রসুনের ইতিহাস ও সেক্সে রসুনের উপকারিতা কি
পোস্ট সূচিপত্র

বিভিন্ন ভাষায় রসুনের নামসমূহ

  • বাংলা নাম-রসুন
  • আরবি নাম- ছুমাহ বা ছুম
  • উর্দু নাম - লিহশন
  • সাংস্কৃত নাম - অরিষ্ট
  • ইংরেজি নাম - Garlic
  • বৈজ্ঞানিক নাম Allium Satium

রসুনের পরিচয় জন্মস্থান ও প্রাপ্ত স্থান

বাংলাদেশের প্রায় সবখানেই রসুন চাষ হয়। সমতল ভূমিতে সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাস এবং পাহাড়ি অঞ্চলে ফেব্রুয়ারি মাসে জমিতে বোনা হয়। এর পাতা প্রায় পিয়াজের পাতার মতো দেখতে হয় এবং লম্বায় প্রায় এক থেকে দেড় হাত পর্যন্ত বড় হয়। এটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই মরিচ, আলু এবং সিমসহ অন্যান্য বিভিন্ন সবজির সঙ্গে রোপন করা হয়। এটিকে আমরা আমাদের রান্নাঘরের বিশেষ একটি স্বাধ বৃদ্ধিকারক মসলা হিসেবে ব্যবহার করে আসছি। প্রাচীনকাল থেকে বাংলাদেশের শাকসবজি, ডাল, তরকারি এমনকি মাছ মাংস ইত্যাদিতে স্বাধ বৃদ্ধির জন্য রসুনের ব্যাপক ব্যবহার হয়ে আসছে। পাশাপাশি এটিকে মহাঔষধ হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। ঠান্ডার সময় যদি নিয়মিত রসুন খাওয়া হয় তাহলে মানুষ নিরোগ, সুস্থ, সবল ও তেজস্বী জীবন অতিবাহিত করতে পারে।

আরো পড়ুন : হারানো যৌন ক্ষমতা ফিরিয়ে আনতে যাদুকরী গাছ সম্পর্কে জানুন

রসুন খাওয়ার উপকারিতা

বিভিন্ন ঋতুতে রসুনের বিশেষ বিশেষ কিছু উপকারিতা রয়েছে। যেমন বর্ষা ও শীতের মৌসুমে নিয়মিত রসুন খেলে বিশেষ কিছু রোগের ফল পাওয়া যায়। নিয়মিত রসুন সেবন আমাদের দেহে প্রবলভাবে প্রভাব ফেলে, এবং শতভাগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পুরনো বাত ব্যাথা, হাত ও পায়ের ব্যথা, বৃদ্ধ বয়সে হাঁটুর ব্যাথা, আরষ্ট ভাব, হিস্টিরিয়া, পক্ষাঘাত, বায়ু বিকার, রুচিবৃদ্ধি, ক্ষুধামন্দা, যৌন দুর্বলতা, নারী ও পুরুষের যেকোন যৌন সমস্যাসহ ইউনানী বা ভেষজ চিকিৎসা সাস্ত্রে এটি মহ ঔষধ বলে আখ্যায়িত।

রসুনের ইতিহাস ও সেক্সে রসুনের উপকারিতা কি


রসুনে ইতিহাস

রূপকথা নয় বরং সত্যিই মজার একটি রসুনের ইতিহাস রয়েছে। রসুনের আদি স্থান হল মধ্য এশিয়া। খ্রিস্টপূর্ব ৩০০০ বছর আগে এবং সেই সময় মধ্য এশিয়াসহ চীনে এর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটস রসুনের নানাবিধ ভেষজ গুনাগুনের কথা উল্লেখ করেছেন। 

যাইহোক আমরা রসুনের ইতিহাসের কথা বলছি। কথিত আছে যে, মিশরীয় কোন এক ফারাও সম্রাটের শাসনামলে একবার রসুন কম উৎপাদন হয়েছিলো। আর তাই সেই সম্রাট তার বিভিন্ন শ্রমিকদের মাঝে প্রয়োজন অনুসারে রসুন সরবরাহ করতে ব্যার্থ হয়। ফলে সেই সময় পিরামিড নির্মাণরত শ্রমিকগণ পিরামিড নির্মাণে ধর্মঘটের ডাক দিলে দিয়েছিলেন। কারণ শ্রমিকরা সারাদিনের পরিশ্রান্ত অবসাদ এবং ক্লান্ত দেহের আরাম ও শক্তির জন্য রাতে রসুন খেয়ে ঘুমাতো। এতে তারা পূর্বের বা সারাদিনের হারানো শক্তি সকালে ফিরে পেতো। আর সেই সময় থেকে রসুনকে শক্তি বর্ধক হিসাবে আখ্যায়িত করা হয়। এবং এটি ব্যাপক পরিচিতি লাভ করে


আরো পড়ুন : যে সকল কারণে কুমড়োর বীজ খাবেন


রসুনের পুষ্টিগুন

চিকিৎসা বিজ্ঞানে বিভিন্নভাবে পরীক্ষার মাধ্যমে জানা যায়, ১০০ গ্রাম রসুনে নিম্নোক্ত খাদ্য উপাদান বিদ্যমান থাকে।

  • জলীয় অংশ :৬২%
  • আঁশ : ০.৮%
  • প্রোটিন : ৬.৩%
  • ক্যালসিয়াম : ৬০ মিলি
  • খনিজ দ্রব্য : ১.০%
  • লৌহ : ১.৩ মিলি
  • ফসফরাস : ৩১০ মিলি
  • নিকোটিন এসিড : ০.৪ মিলিগ্রাম
  • ভিটামিন সি : ১৩ মিলিগ্রাম
  • রিবোফ্লাভিন বা ভিটামিন বি টু : ০.২৩ মিলিগ্রাম 
  • ভিটামিন বি ওয়ান : ০৬ মিলিগ্রাম
রসুনের ইতিহাস ও সেক্সে রসুনের উপকারিতা কি

সেক্সে রসুনের উপকারিতা কি?

সেক্সে রসুনের উপকারীতা রয়েছে প্রচুর। নারী বা পুরুষ সবার ক্ষেত্রেই যে কোন ধরনের যৌন সমস্যায় রসুন ব্যবহার করা যেতে পারে। সকল প্রকারের পার্শপ্রতিক্রিয়া ছাড়া প্রাকৃতিক ও স্বাভাবিকের মতো কাজ করবে। এই পোস্টের শেষে রসুনের হালুয়া প্রস্তুত পদ্ধতি দেখানো হবে। উক্ত হালুয়াটি নারী ও পুরুষে যৌন রোগ সংক্রান্ত যেকোনো সমস্যায় ব্যবহার করে দেখতে পারেন কোন রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই, একদম মুক্ত ও স্বাভাবিক যৌন জীবন পেতে রসুনের হালুয়াটি ব্যবহার করে দেখতে পারেন।


আরো পড়ুন : গর্ভাবস্থায় সহবাসের সঠিক নিয়ম


পুরুষের সেক্সে রসুনের উপকারিতা

রসুনে থাকা বিভিন্ন পুষ্টি উপাদান পুরুষদের টেস্টোস্টেরনের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে সেক্সে রসুনের উপকারিতা অপরিসীম। একটি পুরুষের জন্য বীর্য তৈরিতে অভাবনীয়ভাবে এটি কাজ করে। পুরুষদের জন্য ম্যাজিকের মতো কাম উদ্দিপনা বাড়িয়ে দিতে পারে রসুন। পুরুষলিঙ্গকে আরোও শক্তিশালি এবং শক্ত সমর্থবান করতে রসুন সাহায্য করতে পারে। পুরুষ মানুষের পৌরষত্ব বৃদ্ধিসহ দেহের স্বাভাবিক শক্তি বাড়ায় এবং বলবান সুস্থ ও সুঠাম দেহ প্রদান করে। অনেক পুরুষদের শুক্ররস কম থাকে, নিয়মিত রসুন সেবনে  শুক্ররস ও শুক্রাণু বৃদ্ধি করে। পুরুষদের একটি সাধারণ রোগ দ্রুত বীর্যপাত রোধে রসুন ব্যাপকভাবে সাহায্য করে

রসুনের ইতিহাস ও সেক্সে রসুনের উপকারিতা কি


মহিলাদের সেক্সে রসুনের উপকারিতা

রসুনে থাকা পুষ্টিগুনগুলো নারী হউক বা পুরুষ উভয়ের ক্ষেত্রেই যৌন ইচ্ছা বা লিপিডো প্রফাইলকে বাড়ায়। মেয়েদের স্তনের গঠন সুন্দর করতে রসুন বিশেষভাবে সাহায্য করে। যেসকল নারীদের যৌন উত্তেজনা কম তাদের জন্য রসুন যৌন উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। এছাড়াও মহিলাদের সেক্সে রসুনের উপকারিতা রয়েছে নানাবিধ। 

রসুনের হালুয়া প্রস্তুত প্রণালী : সেক্সে রসুনের উপকারিতা কি

এবার চলুন রসুনের একটি মাত্র ব্যবহার বিধি সম্পর্কে জেনে নেয়া যাক। যেটি সকল ধরনের যৌনসমস্যায় ম্যাজিকের মত কাজ করবে। সেক্সে রসুনের উপকারিতা পেতে নিম্নে বর্ণিত পদ্ধতীতে রসুনের হালুয়া বানিয়ে নিয়মিত সেবন করতে পারেন। এটি সকল ধরনের যৌন সমস্যাসহ দেহের ক্ষয়রোগ ও দেহের পুষ্টি সাধন করতে ব্যাপক ব্যবহার হয়ে থাকে।


আরো পড়ুন : স্বামী কি স্ত্রীকে রক্ত দিতে পারবে


১ কেজি খোসা ছড়ানো রসুন থ্যাতলা করে একটি স্টিলের কড়াইয়ে ২ কেজি পানি ও সমপরিমাণ দুধ মিশিয়ে নিয়ে সবগুলো একসঙ্গে জ্বাল দিতে হবে। অনেকক্ষন জ্বাল দিতে থাকলে এগুলো ফুটতে ফুটতে যখন সবগুলো প্রায় এক কেজি পরিমাণ হবে তখন চুলা থেকে নামিয়ে নিয়ে পাতলা কাপড় দিয়ে ছেঁকে নিতে হবে। অতঃপর প্রাপ্ত কাথ্বগুলো হালকা আঁচে ভেজে নিতে হবে। তারপর হালুয়ার মতো ঘন হলে কড়াই থেকে  নামিয়ে ফেলতে হবে তৈরী হয়ে গেলো রসুনের হালুয়া। যা সকল প্রকার অপুষ্টিজনিত রোগে প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে।

উপসংহার : রসুনের ইতিহাস ও সেক্সে রসুনের উপকারিতা কি?

রসুনের রয়েছে নানাবিধ ভেষজ গুণাগুণ। সর্দি কাশি, কৃমি, শরীরের পুষ্টি, হজম শক্তি বৃদ্ধি, আঘাত এবং বাত ব্যথা, গলায় ব্যথা, গলায় ঘা, টনসিল, মুখ বাঁকা হয়ে গেলে, অরুচি ও ক্ষুধা বৃদ্ধি করতে রসুন ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। রসুনের ইতিহাস ও সেক্সে রসুনের উপকারিতা কি? বিষয়ক এই পোস্টটি ভালো লাগলে বন্ধুত্বের সাথে শেয়ার করবেন আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url