অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার দোয়া

প্রতিটি মুসলিম, মুমিন নর-নারীর জন্য প্রধান ও মুখ্য উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। আর আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টির জন্য নেক আমল অত্যান্ত গুরুত্বপূর্ণ। অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার দোয়া সম্পর্কে জানতে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন।

অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার দোয়া
পোস্ট সূচিপত্র

অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার দোয়া সম্পর্কিত হাদিস

বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার দোয়া সম্পর্কিত হাদিস রয়েছে। প্রসিদ্ধ বিভিন্ন হাদিস গন্থে উল্লেখিত অতিপরিচিত একটি হাদিস এখানে তুলে ধরা হলো।

আরো পড়ুন : জীবাত্মা ও মানবাত্মার পার্থক্য। আত্মার পরিচয়

উম্মুল মুমিনীন জুয়াইরিয়্যা রাযিআল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাতের পরে তাঁকে তাঁর সালাতের স্থানে যিকর রত অবস্থায় দেখে বেরিয়ে যান। এরপর তিনি অনেক বেলা হলে দুপুরের আগে ফিরে এসে দেখেন তিনি তখনও ঐ অবস্থায় তাসবিহ তাহলীলে রত রয়েছেন। তিনি বলেন : “তুমি কি আমার যাওয়ার সময় থেকে এই পর্যন্ত এভাবেই যিকর রত রয়েছো?” তিনি বললেন : “হ্যাঁ।” তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন : “আমি বেরিয়ে যাওয়ার সময় চারটি বাক্য তিন বার করে বলেছি । তুমি সকাল থেকে এই পর্যন্ত যত কিছু বলেছ সবকিছু একত্রে যে সাওয়াব হবে, এই বাক্যগুলির সাওয়াব সেই একই পরিমাণ হবে।

 سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَى نَفْسِهِ، وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِه

 আরো পড়ুন : সমুদ্রের ফেনা পরিমান গোনাহ মাফের দোয়া

অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার দোয়া

অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার দোয়া


বাংলা উচ্চারণ : সুবহা-নাল্লা-হি ওয়া বিহামদিহী, 'আদাদা খালক্বিহী, ওয়ারিদা-নাফসিহী, ওয়া যিনাতা ‘আরশিহী ওয়া মিদা-দা কালিমাতিহী। 

বাংলা অর্থ : “আল্লাহর পবিত্রতা ও প্রশংসা ঘোষণা করছি, তাঁর সৃষ্টির সমসংখ্যক, তাঁর নিজের সন্তুষ্টি পরিমাণে, তাঁর আরশের ওজন পরিমাণে এবং তাঁর বাক্যের কালির সমপরিমাণ।”

উপসংহার : অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার দোয়া

প্রিয় পাঠক, পোস্টটি পড়ে নিশ্চই আপনি অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার দোয়া সম্পর্কে জানতে পেরেছেন। দোয়াটি প্রতিদিন ফজরের নামাজের পর বসে পাঠ করলে সারাদিন জিকর করার সওয়াব পাওয়া যাবে, এমনটি আমরা জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস থেকে। এই ছোট্ট আমলটি প্রতিদিন করার উদ্দেশ্যে দোয়াটি মুখস্থ করে নেয়া উচিত। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে সেয়ার করুন কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url