সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের দোয়া
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের দোয়া সম্পর্কে বিস্তারিত এই পোস্টে আলোচনা করা হবে। পড়তে শেষ পর্যন্ত পড়ুন আর জেনে নিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের দোয়া।
পোস্ট সূচিপত্রসমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের দোয়া
প্রথমেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এঁর একটি সহিহ হাদিস সম্পর্কে জানবো। সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফের দোয়া সম্পর্কিত এই হাদিসটি সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ ও ইবনে মাজাহ সহ আরো অনেক হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ সকালে ও সন্ধ্যায় ১০০ বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি" বলে, আর সেদিন এই দোয়া বা জিকির আর কেউ তার চেয়ে বেশি না বলে তাহলে তার চেয়ে বেশি আমল নিয়ে কিয়ামতের দিন কেউ উপস্থিত হতে পারবে না। অন্য বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনার চেয়েও বেশি হয়, তাহলেও আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। (সহিহ মুসলিম : ৪/২০৭১, নম্বর ২৬৯২ সুনানে তিরমিজি : ৩৪৬৬)
আরো পড়ুন : কুনুতে নাজেলা পড়ান নিয়ম
সাইয়্যেদুল ইস্তিগফার বা ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া
শাদ্দাদ ইবনু আউস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই দোয়াটি “সাইয়্যেদুল ইস্তিগফার” বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দোয়া, যে ব্যক্তি এর অর্থের প্রতি দৃঢ়ভাবে বিশ্বাস রেখে দিনের বেলায় তা পাঠ করবে সে যদি ঐ দিন সন্ধ্যার আগে মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতী হবে। আর যে ব্যক্তি এই দোয়ার অর্থের সুদৃঢ় একীন ও বিশ্বাস রেখে রাত্রে বা সন্ধ্যায় তা পাঠ করবে, সে যদি ঐ রাতেই সকালের আগে মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতী হবে।
আরো পড়ুন : সালাতুত দোহা নামাজ পড়ান নিয়ম
সাইয়্যেদুল ইস্তিগফার বাংলা অর্থসহ আরবী ও বাংলা উচ্চরণ
বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বিভিন্ন হাদিস থেকে জানা যায়, সাইয়্যেদুল ইস্তিগফার বা ক্ষমা চাওযার শ্রেষ্ট দোয়া এর প্রচুর ফজিলত রয়েছে। প্রকৃত মুমিন হিসেবে আমাদের সকলের সাইয়্যেদুল ইস্তিগফার বাংলা অর্থসহ আরবী জানা থাকা প্রয়োজন। অনেকেই এ সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্য সাইয়্যেদুল ইস্তিগফার বাংলা অর্থসহ, আরবী ও বাংলা উচ্চরণ দেয়া হলো।
সাইয়্যেদুল ইস্তিগফার আরবী
সাইয়্যেদুল ইস্তিগফার বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা, আনতা রাব্বী, লা-ইলা-হা ইল্লা-আনতা, খালাক্বতানী, ওয়াআনা ‘আবদুকা, ওয়াআনা ‘আলা- ‘আহদিকা ওয়াওয়া'দিকা মাস তাতা'। আ'ঊযু বিকা মিন শাররি মা স্বানা'তু, আবূউ লাকা বিনি'মাতিকা ‘আলাইয়্যা, ওয়াআবূউ লাকা বিযামবি । ফাগ্ফিরলী, ফাইন্নাহু লা- ইয়াগফিরুয যুনূবা ইল্লা- আনতা।
আরো পড়ুন : আজান ও ইকামতের জবাব দেয়ার নিয়ম
সাইয়্যেদুল ইস্তিগফার বাংলা অর্থ
হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো মা'বুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার কাছে প্রদত্ত অঙ্গিকার ও প্রতিজ্ঞার উপরে রয়েছি যতটুকু পেরেছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কর্ম করেছি তার অকল্যাণ থেকে। আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা-সহ এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আমার পাপসহ। অতএব, আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url