মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার দোয়া
মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার দোয়া সহ মৃত ব্যক্তির জানাযা, গোসল সম্পর্কে বিস্তারিত জানতে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। মৃত ব্যক্তির চোখ বন্ধ করানোর দেয়া ও জানাযা নামাজের সুন্নত সমূহ এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
মৃত্যুশয্যায় ব্যক্তির জন্য করণীয়
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ইরশাদ করেন, “যে ব্যক্তির সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে”।
কোন মৃত্যুশয্যায় ব্যক্তির জন্য করণীয় সংক্রান্ত বিভিন্ন হাদিস রয়েছে। কোন ব্যক্তির উপর যদি মৃত্যুর নির্দেশনা গুলো প্রকাশ পায়। তখন তাকে ডান কাতের উপর শোয়ানো বা মুখমন্ডল কিবলামুখী করে দেয়া সুন্নত। অথবা তার পা গুলো কিবলামুখি করে দিয়ে চিত হয়ে শুইয়ে দিয়ে মাথা উঁচু করে মুখ মন্ডল কিবলার দিকে করে রাখা যেতে পারে। মৃত্যুশয্যায় ব্যক্তির জন্য একমাত্র করণীয় হলো তাকে শাহাদাত বাক্যের তালকিন করানো। তালতিনের পদ্ধতী হলো কোন পীড়াপীড়ি ছাড়া মৃত্যুশয্যায় ব্যক্তি শুনতে পায় এমন শব্দে “আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আসহাদু আন্না মুহাম্মাদুর রসুলুল্লাহ” উচ্চরণ করা।
আরো পড়ুন : তাসাউফ ও আত্মসুদ্ধি : মহান আল্লাহ তায়ালার গুনাবলী ও বিশালত্ব
মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার বিধান
মৃত ব্যক্তিকে গোসল দেওয়া জীবিতদের উপর ফরযে কেফায়া। অর্থাৎ সকলের পক্ষ থেকে একজন লোক যদি মৃত ব্যক্তিকে গোসল করায় তবে সবার জন্য ফরজ রহিত হয়ে যায়। আর যদি কেউ গোসল না করায় তবে সবাই গোনাহগার হবে। নিম্নে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার বিধান সম্পর্কে আলোকপাত করা হলো।
- মৃত ব্যক্তি মুসলমান হওয়া।
- মৃত ব্যক্তির মাথাসহ যেন দেহের অর্ধেক বিদ্যমান থাকে।
- আল্লাহর দ্বীনকে সমুন্নত রাখতে সংগ্রামে নিহত (শহীদ) না হওয়া। শহীদ ব্যক্তিকে গোসল দেয়া হয় না। তার রক্তমাখা কাপড়সহ তাকে দাফন করা হয়।
- মৃত ব্যক্তি পূর্ণ আকৃতির হওয়া। অর্থাৎ মাতৃ উদরে পূর্ণ আকৃতির না হতেই যদি গর্ভপাত হয় তবে তার জানাজা করার কোন প্রয়োজন নেই। আবার কোন শিশু যদি ভূমিষ্ট হওয়ার পর পূর্ণ আকৃতির হয়, তার নরাচরা বা আওয়াজ শুনতে পাওয়া যায় তবে তার গোসল দেয়া ওয়াজিব।
আরো পড়ুন : গত জীবনের ছুটে যাওয়া কাযা নামাজ আদায়ের নিয়ম
মৃত ব্যক্তির চোখ বন্ধ করানোর দেয়া
اَللّهُمَّ اغْفِرْ لِفُلاَنٍ (بِاسْمِهِ) وَارْفَعْ دَرَجَتَهُ فِي الْمَهْدِيّينَ ، وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِي الْغَابِرِينَ، وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ، وَافْسَحْ لَهُ فِي قَبْرِهِ، وَنَوّر
বাংলা উচ্চরণ : আল্ল-হুম্মাগফির লীফুলা-নিন (মৃতের নাম বলবে ) ওয়ারফা' দারাজাতাহু ফিল মাহদিয়্যীন, ওয়াখলুফহু ফী ‘আক্কিবিহী ফিল গ-বিরীন, ওয়াফির লানা ওয়ালাহু ইয়া রব্বাল ‘আ-লামীন। ওয়াফসাহ্ লাহু ফী ক্বাবরিহী ওয়া নাউইর লাহু ফী-হি
বাংলা অর্থ : হে আল্লাহ্! তুমি (মৃতব্যক্তির নাম ধরে) মাগফিরাত দান করো, যারা হেদায়েত লাভ করেছে, তাদের মাঝে তার মর্যাদা উঁচু করে দাও এবং যারা রয়ে গেছে তাদের মাঝ থেকে তার জন্য প্রতিনিধি বানাও। হে সমগ্র জগতের প্রতিপালক! আমাদের ও তার গুনাহ মাফ করে দাও এবং তার কবরকে প্রশস্ত করো আর তার জন্য তা আলোকময় করে দাও।
জানাযা নামাজের সুন্নত সমূহ
ইসলামি শরিয়াহ মোতাবেক জানাযা নামাজের সুন্নতসমূহ
- মৃত ব্যক্তি পুরুষ হোক কিংবা মহিলা হোক তার বক্ষ বরাবর ইমাম দাঁড়ানো।
- প্রথম তাকবীরের পর ছানা পড়া।
- দ্বিতীয় তাকবিরের পর নবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর উপর দরুদ পড়া।
- তৃতীয় তাকবীরের পর মৃত ব্যক্তির জন্য দোয়া করা। মৃত ব্যক্তি বালেগ, নাবালেগ, পুরুষ বা মহিলা যেই হোক না কেন জানাযায় উপস্থিত সকলেই নিম্নের দেয়াটি বলবে।
আরবী
اَللّهُمَّ اغْفِرْ لِحَيْنَا وَمَيِّتِنَا، وَشَاهِدِنَا وَغَائِبِنَا، وَصَغِيرِنَاوَكَبِيرِنَا، وَذَكَرِنَا وَانْثَانَا اللَّهُمَّ مَنْ أَحْيَيْتَهُ مِنَا فَأَحْيِه عَلَى الْإِسْلامِ ، وَمَنْ تَوَفَّيْتَهُ مِنَّا فَتَوَفَّهُ عَلَى الْإِيْمَانِ، اَللَّهُمَّ لَا تَحْرِمْنَا أَجْرَهُ، وَلَا تُضِلَّنَا بَعْدَةُ
উচ্চরণ : আল্ল-হুম্মাগফির লিহায়্যিনা ওয়া মায়্যিতিনা ওয়া শা- হিদিনা ওয়া গা-য়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা-না। আল্ল-হুম্মা মান আহ্ইয়াইতাহু মিন্না ফা’আহয়িহী ‘আলাল-ইসলাম। ওয়ামান তাওয়াফ্ ফাইতাহু মিন্না ফাতাওয়াফ্ফাহু 'আলাল ঈমান।
বাংলা অর্থ : হে আল্লাহ আপনি আমাদের জীবিত, মৃত, উপস্থিত, অনুপস্থিত আমাদের ছোট, বড়, পুরুষ, মহিলা সবাইকে ক্ষমা করুন। হে আল্লাহ আপনি আমাদের মধ্য থেকে যাদেরকে জীবিত রেখেছেন, তাদেরকে ইসলামের উপর জীবিত রাখুন এবং যাদেরকে মৃত্যু দান করবেন, তাদেরকে ইমানের উপর মৃত্যু দান করুন।
আরো পড়ুন : অল্প আমলে বেশি সওয়াব পাওয়ার দোয়া
মৃত ব্যক্তিকে দাফন করার বিধান
মৃত ব্যক্তির জন্য কবরের ন্যূনতম গভীরতা মানুষের দেহের অর্ধেক পরিমাণ হওয়া সুন্নত। যদি গভীরতা দেহের অর্ধেক পরিমাণের চেয়ে বেশি হয় তাহলে তা উত্তম হবে । মৃতব্যক্তিকে কবরে রাখতে হবে কিবলার দিক থেকে। যারা মৃতব্যক্তিকে কবরে রাখবে তারা বলবে-
بِسْمِ اللهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللهِ
বিসমিল্লাহি ওয়া’লা সুন্নাতি রসুলুল্লাহ
অর্থাৎ আল্লাহর নামে, রাসূলুল্লাহ-এর তরীকার উপর কবরে রাখলাম ।
মৃতব্যক্তিকে ডান কাতে রেখে কিবলামুখী করে দিতে হবে ও কাফনের গিট, বাঁধন বা গিরাগুলো খুলে দিতে হবে। যদি মহিলা মৃত হয় তবে তাকে কবরে রাখার সময় বড় আকারের চাদর বা কাপড় দিয়ে কবর ঢেকে নিতে হবে। যদি মৃতব্যক্তি পুরুষ হয় তাহলে কবর ঢাকা যাবে না। কবরে রাখার পর কবরের উপরিভাগ কাঁচা ইট অথবা বাঁশ দিয়ে বন্ধ করে দিতে হবে। পাকা বা পোড়া ইট অথবা শক্ত কাঠ দিয়ে কবরকে বন্ধ করা মাকরূহ । তবে কাঁচা ইট অথবা বাঁশ পাওয়া না গেলে ভিন্ন কথা, তখন মাকরূহ হবে না।
আরো পড়ুন : জামায়াতের সাথে নামাজ পড়ার হুকুম কি
মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার দোয়া
যারা মৃতব্যক্তির দাফনে উপস্থিত থাকবে তাদের প্রত্যেকের দুই হাত একসাথে করে তিন কোষ বা তিন মুষ্ঠি মাটি কবরে ঢালা মুস্তাহাব।
প্রথম কোষ ঢালার সময় “মিনহা খলাক্বনাকুম” দ্বিতীয় কোষ দিতে দিতে বলবে “ওয়া ফিহা নু’ইদুকুম” তৃতীয় কোষে বলবে “ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা”।
এভাবে উপস্থিত সবার মাটি দেয়া হয়ে গেলে ক্রমাগত মাটি ফেলতে হবে যতক্ষণ কবর না ভরে। কবরের উপরিভাগকে অবশ্যই উটের কুঁজের মতো উঁচু করতে হবে। কবরকে চতুষ্কোণ করা যাবে না। কবরের শোভাবর্ধন ও গৌরব প্রকাশের জন্য তার উপর কোনো কিছু নির্মাণ করা সম্পূর্ণ হারাম। অনুরূপভাবে কবরকে মজবুত করার উদ্দেশ্যে কোনো কিছু নির্মাণ করাও মাকরূহ।
মৃত ব্যক্তিকে ঘরের মধ্যে দাফন করা মাকরূহ। কারণ ঘরের মধ্যে দাফন করা শুধু নবীগণের জন্যে খাস করা হয়েছে। প্রয়োজনে একই কবরে একাধিক মৃতব্যক্তিকে দাফন করা জায়েয আছে । যদি একই কবরে একাধিক মৃত ব্যক্তিকে দাফন করা হয় তাহলে প্রতি দুজনের মাঝে মাটি দ্বারা পৃথক করে দেওয়া মোস্তাহাব।
উপসংহার : মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার দোয়া
প্রিয় পাঠক, মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার দোয়া সম্পর্কিত এই পোস্টে আপনি মৃত ব্যক্তির কবরে মাটি দেওয়ার দোয়া, জানাযা নামাজের সুন্নত সমূহ, মৃত ব্যক্তির চোখ বন্ধ করানোর দেয়া ও মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার বিধান সহ অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। পোস্ট টি ভাল লাগলে বন্ধুদের সাথে সেয়ার করুন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url