রোগী দেখতে যাওয়ার দোয়া

ইসলাম ধর্মে রোগী দেখতে যাওয়ার ফজিলত প্রচুর। রোগী দেখতে গিয়ে যে দোয়া পড়বেন এ ব্যাপারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। এই পোস্টে রোগী দেখতে যাওয়ার দোয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

রোগী দেখতে যাওয়ার দোয়া
পোস্ট সূচিপত্র

রোগী দেখতে যাওয়ার দোয়া

সকল ধর্মেই রোগী দেখতে যাওয়া ভাল কাজ। তবে ইসলাম ধর্মে রোগী দেখতে যাওয়ার ফজিলত সম্পর্কে কোরআন হাদিসে প্রচুর পরিমানে সওয়াব ও ফজিলত বর্ণিত হয়েছে। তবে অসুস্থকে দেখতে গিয়ে কিছু দোয়া বা জিকর শিক্ষা দিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। শরিয়তের দিক দিয়ে যে কোন অসুস্থ ব্যাক্তিকে দেখতে যাওয়া সুন্নত। এই ভাল বা সওয়াবের কাজটির জন্য পরকালে পুরস্কৃত করবেন আল্লাহ সুবহানুতায়ালা। আর কথা নয় চলুন শুরু করা যাক রোগী দেখতে যাওয়ার দোয়া পোস্টটি।

আরো পড়ুন : সমুদ্রের ফেনা পরিমান গোনাহ মাফের দোয়া

রোগীকে দেখতে যাওয়ার ফজিলত ও পুরস্কার

রোগীকে দেখতে যাওয়ার ফজিলত ও পুরস্কার সম্পর্কে বিভিন্ন হাদিস রয়েছে, যেমন-

আলী ইবনে আবী তালিব রাযিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম -কে ইরশাদ করতে শুনেছি, যখন কোনো মুসলমান তার কোনো মুসলমান রোগী ভাইকে দেখতে যায় তখন সে বসা পর্যন্ত জান্নাতে সদ্য তোলা ফলের মাঝে চলাচল করতে থাকে। যখন সে (রোগীর পার্শ্বে) বসে পড়ে আল্লাহর রহমত তাকে বেষ্টন করে ফেলে। সময়টা যদি সকাল বেলা হয়, তবে সত্তর হাজার ফেরেশতা তার জন্য রহমতের দু'আ করতে থাকে সন্ধ্যা হওয়া পর্যন্ত, আর যদি সময়টা সন্ধ্যা বেলা হয়, তবে সত্তর হাজার ফেরেশতা তার জন্য রহমতের দু'আ করতে থাকে সকাল হওয়া পর্যন্ত। (তিরমিজি-৯৬৯, ইবনে মাজাহ-১৪৪২)

আরো পড়ুন : কুনুতে নাজেলা পড়ান নিয়ম

রোগী দেখতে গিয়ে যে দোয়া পড়বেন

আরবী  لا بَأْسَ طَهُورٌ ان شَاءَ الله .

বাংলা উচ্চরণ : লা বা’সা ত্বহুরুন ইন শা-আল্লা-হ্

বাংলা অর্থ : কোনো কষ্ট নেই, ইনশাআল্লাহ্ আরোগ্য লাভ করবে।


রোগীকে দেখে যে দোয়া পড়বেন : রোগী দেখতে যাওয়ার ফজিলত ও সুন্নাহ

আরবী : اَسْاَلُ اللهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ.

উচ্চরণ : আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই ইয়াশফিয়াকা

বাংলা অর্থ : আমি তোমার রোগ মুক্তির জন্য আরশে আযীমের মহান রব আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা করছি।” এর ফলে আল্লাহ্ তা'আলা তাকে (মৃত্যু আসন্ন না হলে) নিরাময় করবেন

আরো পড়ুন : সালাতুত দোহা নামাজ পড়ার নিয়ম

জীবনের আশা ছেড়ে দেয়া রোগীর জন্য দোয়া

আরবী : اَللّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَالْحِقْنِي بِالرَّفِيقِ الْأَعْلى.

বাংলা উচ্চরণ : আল্ল-হুম্মাগফিরলী ওয়ারহামনী ওয়া আলহিকনী বির রফীকিল আ'লা

বাংলা অর্থ : হে আল্লাহ্! আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো এবং আমাকে মহান বন্ধুর সাথে মিলিয়ে দাও।”

উপসংহার : রোগী দেখতে যাওয়ার দোয়া

প্রিয় পাঠক, রোগী দেখতে যাওয়ার দোয়া সম্পর্কিত এই পোস্টটি পড়ে নিশ্চই আপনি জানতে পেরেছেন যে, রোগীকে দেখতে যাওয়ার ফজিলত ও পুরস্কার, রোগী দেখতে গিয়ে যে দোয়া পড়বেন, জীবনের আশা ছেড়ে দেয়া রোগীর জন্য দোয়া সম্পর্কে। এই দোয়াগুলো খুবই ফজিলত পূর্ণ। পারলে এগুলো মুখস্থ করে নেয়া উচিত। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে সেয়ার করবেন কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url