বিকাশ লেনদেন স্টেটমেন্ট পিডিএফ ডাউনলোড
বিকাশ লেনদেন স্টেটমেন্ট এর পিডিএফ আমাদের প্রয়োজন হতে পারে। এই পোস্টে বিকাশ লেনদেন স্টেটমেন্ট পিডিএফ ডাউনলোড কিভাবে করবেন সে সম্পর্কে আলোচনা করা হবে। হলে চলুন Bikash Statement PDF Download সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
বিকাশ লেনদেন এস্টেটমেন্ট পিডিএফ ডাউনলোড
যেকোন ব্যাংকের স্টেটমেন্ট আমরা সংশ্লিস্ট ব্যাংকের শাখায় গিয়ে আবেদন করার মাধ্যমে পেয়ে যেতে পারি। কিন্ত একই ভাবে বিকাশের লেনদেন স্টেটমেন্ট আমাদের প্রয়োজন হতে পারে। আমরা অনেকেই জানিনা যে বিকাশে পেমেন্ট করার পর তার স্টেটমেন্ট কিভাবে পাওয়া যায়? বিকাশ লেনদেন স্টেটমেন্ট পিডিএফ ডাউনলোড বিষয়ক এই পোস্টে কিভাবে Bikash Statement PDF Download করতে পারবেন তার স্নাপসটসহ বিস্তারিত দেখানো হয়েছে। পুরো পোস্টটি পড়ে নিন আর জেনে নিন কিভাবে বিকাশের স্টেটমেন্ট pdf ডাউনলোড করবেন।
Bikash Statement PDF Download
Bikash Statement PDF Download আপনি মোটামুটি দুই ভাবে নিতে পারবেন। একটি হচ্ছে সফট কপি আর একটি হলো হার্ট কপি। আর এ দুটি পদ্ধতি বিস্তারিত বর্ণনা করা হবে। আর পদ্ধতিগুলোর জন্য বিকাশ অ্যাপের প্রয়োজন হবে। আপনার স্মার্টফোনে যদি বিকাশ অ্যাপটি না থাকে তাহলে এখনই প্লে-স্টোর থেকে ডাউনলোড করে নিন আর তারপর আমাদের দেখানো ধাপগুলো অনুসরণ করুন।
আরো পড়ুন : সেরা ২০টি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস তালিকা
বিকাশ লেনদেন স্টেটমেন্ট সফটকপি ডাউনলোড
বিকাশে স্টেটমেন্ট সফট কপি পেতে বিকাশ অ্যাপ এর ডানদিকে বিকাশের লোগো বাটনটিতে চাপ দিন। তারপর অনেকগুলো অপশন পাবেন সেখান থেকে স্টেটমেন্ট অপশনটি বেছে নিন। এই স্টেটমেন্ট অপশনে চাপ দিলেই আপনি পেয়ে যাবেন আপনার বিকাশ একাউন্টের স্টেটমেন্টের সফটকপি। নিম্নে স্ন্যাপ শটগুলো অনুসরণ করুন-
কিভাবে বিকাশ লেনদেন স্টেটমেন্ট pdf ডাউনলোড করবেন
এবার আসি আমাদের পোস্টের মূল বিষয়বস্তুতে। সেটা হলো কিভাবে বিকাশ স্টেটমেন্ট পিডিএফ ডাউনলোড করবেন। আপনারা দুইভাবে এটি পেতে পারেন। একটি হলো আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার সেন্টারে গিয়ে একটি আবেদনের মাধ্যমে পেয়ে যেতে পারেন আপনার বিকাশ একাউন্টের স্টেটমেন্ট। আর যদি আপনি চান যেন আপনি বাড়িতে বসেই আপনার বিকাশের স্টেটমেন্ট পেতে চান তবে আপনাকে ব্যবহার করতে হবে বিকাশ অ্যাপ। আর এটির মাধ্যমে পাওয়া স্টেটমেন্টটি আসবে আপনার ইমেইলে।
আরো পড়ুন : মোবাইলে ভিডিও এডিট করতে সেরা দশটি সফটওয়্যার
যে তথ্যগুলো সাথে রাখবেন
বিকাশ অ্যাপের মাধ্যমে Bikash Statement PDF Download করতে আপনার কিছু তথ্যের প্রয়োজন হবে। এই পদ্ধতিটি সফলভাবে সম্পন্ন করতে আপনি আপনার বিকাশ একাউন্টে ঢোকার পূর্বেই বর্ণিত তথ্যগুলো হাতের কাছে নিয়ে কার্যক্রমটি শুরু করবেন।
- নিজের নাম।
- মোবাইল নম্বর।
- বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করা জাতীয় পরিচয় পত্র নম্বরটি।
- জন্ম তারিখ (পরিচয় পত্র অনুযায়ী)।
- আপনার বিকাশের বর্তমান ব্যালেন্স।
- আপনার ব্যবহৃত সচল একটি ইমেইল ঠিকান।
বিকাশ স্টেটমেন্ট pdf ডাউনলোড পদ্ধতি
এটি করতে প্রথমে আপনাকে যেতে হবে বিকাশ অ্যাপে। এজন্য আপনি যে একাউন্টের স্টেটমেন্ট নিতে চান সেই একাউন্টে লগইন করা থাকতে হবে। আপনার বিকাশ নম্বর ও পাসওয়ার্ড দিয়ে বিকাশ একাউন্টে প্রবেশ করুন।
এরপর অ্যাপের ডান দিকে উপরে বিকাশের লোগোতে চাপ দিন। সেখানে অনেকগুলো অপশন পাবেন। সেখান থেকে সাপোর্ট অপশনটি বেছে নিন।
সাপোর্ট অপশনে চাপ দিলে, একটি নতুন পাতা ওপেন হবে সেখানে দুটি অপশন দেখতে পারবেন এটি হচ্ছে লাইভ চ্যাট অপরটি হচ্ছে ইমেইল। এখানে লাইভ চ্যাট অপশনটি বেছে নিন। লাইভ চ্যাট এ প্রবেশ করলে একটি লাইভ চ্যাটবুট ওপেন হবে।
লাইভ চ্যাটে আসার পর, এখানে দুটি পাতা দেখতে পাবেন একটি হচ্ছে অনুগ্রহ করে নির্বাচন করুন অপরটি হলো বর্ধিত সেবা। বর্ধিত সেবা অংশে দেখতে পাবেন কাস্টমার সার্ভিস নামে একটি অপশন রয়েছে সেটিতে চাপ দিন। তারপর বিকাশ অ্যাপ আপনাকে বলবে, কাস্টমার সার্ভিস প্রতিনিধির সাথে যোগাযোগ করতে হ্যাঁ বাটন ক্লিক করুন। তারপর এখানে হ্যাঁ বাটনে চাপ দিন।
এবার বিকাশ চ্যাটবট আপনাকে কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করার আগে আপনার কিছু তথ্য চাইবে। এখানে আপনার কি কি তথ্য দরকার পড়বে তার তালিকা এই পোস্টের উপরেই প্রদান করা হয়েছে। সেই তথ্যগুলো নিয়ে প্রস্তুত থাকুন।
আরো পড়ুন : ফ্রিল্যান্সিংয়ের কাজ কিভাবে করতে হয়
বিকাশ চ্যাট বোট আপনাকে আপনার নাম লিখতে বলবে। আপনার নাম লিখুন। তারপর মোবাইল নাম্বার লিখতে বলবে। আপনার মোবাইল নম্বরটি দিন।
তারপর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলবে। বিকাশ সাপোর্ট সেন্টারের প্রতিনিধিগণ যদি ব্যস্ত না থাকে তাহলে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। আপনার সামনে একটি মেসেজ আসবে তা হলো, “বিকাশ থেকে (নাম) বলছি কিভাবে আপনাকে সহায়তা করতে পারি”।
আরো পড়ুন : Instagram থেকে মাসে লাখ টাকা ইনকাম করবেন যেভাবে
এবার এখানে আপনি আপনার মূল কথাটি লিখবেন। যেমন আমি লিখেছিলাম “আমার বিকাশ স্টেটমেন্ট প্রয়োজন পিডিএফ”
তারপর ওপাশ থেকে আপনাকে জিজ্ঞেস করা হবে, “আপনি কোন মাসের স্টেটমেন্ট নিতে চাচ্ছেন”? এখানে আপনি আপনার স্টেটমেন্টের সময়কাল জানাবেন। আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত স্টেটমেন্ট চাইছেন সেটি লিখবেন। যেমন আমি লিখেছিলাম “অক্টোবর-২৩ মাসের”।
এরপর আপনার সামনে আর একটা মেসেজ আসবে তা হলো “সেবাটি প্রদানের জন্য আপনার কাছে এসএমএস এর মাধ্যমে একটি সার্ভিস রিকুয়েস্ট নম্বর পাঠানো হচ্ছে অনুগ্রহ করে সার্ভিস রিকুয়েস্ট নম্বরটি দুই মিনিটের মধ্যে ইংরেজিতে লিখুন”। একটু পরেই আপনার ফোন নম্বরে BikashCS থেকে সিক্স ডিজিটের একটি সার্ভিস রিকোয়েস্ট নাম্বার সম্বলিত একটি মেসেজ আসবে। এই মেসেজে পাওয়া আপনার ছয় ডিজিটের নম্বরটি বিকাশ চ্যাট বুটে লিখুন ইংরেজীতে।
এরপর আপনাকে বলা হবে আপনি যে পরিচয় পত্র নম্বর দিয়ে বিকাশ একাউন্ট রেজিস্ট্রেশন করেছিলেন সেই নম্বরটি জানাবেন যেমন (জাতীয় পরিচয় পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স) এখানে আপনার বিকাশ একাউন্টটি যে জাতীয় পরিচয় পত্র দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন সেই জাতীয় পরিচয় পত্র নম্বরটি দিয়ে দিন।
আরো পড়ুন : বিকাশ থেকে ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠানোর নিয়ম
এরপর আপনাকে বলা হবে, আপনার সম্পূর্ণ জন্ম তারিখটি জানাবেন দিন-মাস-সাল অনুযায়ী। এখানে আপনার জাতীয় পরিচয়পত্র থাকার জন্য তারিখটি দিয়ে দিন।
এরপর আপনাকে জিজ্ঞেস করা হবে আপনার বিকাশ একাউন্টের বর্তমান ব্যালেন্স সম্পর্কে। আপনার বিকাশ একাউন্টের বর্তমান ব্যালেন্স দিয়ে দিন।
এরপর আপনার কাছে একটি ইমেইল এড্রেস চাইবে। আপনি যে ইমেইলে বিকাশের স্টেটমেন্ট পিডিএফ পেতে চান এখানে আপনার সেই ইমেইল এড্রেসটি দিয়ে দিন।
আরো পড়ুন : সাইপ্রাস ভিসা চেক করার নিয়ম
তারপর আপনার সামনে আরেকটি মেসেজ আসবে আর তা হলো, “আপনার অনুরোধটি রাখা হয়েছে আগামী দুই কর্ম দিবসের মধ্যে আপনার ইমেইলে একাউন্ট স্টেটমেন্ট পেয়ে যাবেন স্টেটমেন্ট ফাইলটি খোলার সময় পাসওয়ার্ড এর স্থানে আপনার বিকাশ একাউন্ট নম্বরটি দিতে হবে”।
যদিও এখানে দুই কর্ম দিবস সময় নিয়েছে। তবে এই সময়কালের একটু কম বেশি হতে পারে। আপনি যে ইমেইল বিকাশ অ্যাপকে প্রোভাইড করেছিলেন সেই ইমেইলে আপনার বিকাশের স্টেটমেন্টের পিডিএফ ফাইল পেয়ে ফাইলটি ওপেন করার সময় পাসওয়ার্ড চাইবে। সেই সময় পাসওয়ার্ড হিসেবে আপনি আপনার বিকাশ নম্বরটি দিয়ে দিন আর পেয়ে যান বিকাশের স্টেটমেন্ট পিডিএফ ডাউনলোড।
উপসংহার : বিকাশ লেনদেন স্টেটমেন্ট পিডিএফ ডাউনলোড
প্রিয় পাঠক, আর্থিক লেনদেন বিষয়ক বিভিন্ন কাজে আমাদের লেনদেনের স্টেটমেন্টগুলো আমাদের প্রয়োজন হয়। যদি কখনো আপনাদের বিকাশ একাউন্টের বিকাশের স্টেটমেন্ট pdf প্রয়োজন হয়। তবে বর্ণিত পদ্ধতিতে আপনি তা পেয়ে যেতে পারেন। বিকাশ লেনদেন স্টেটমেন্ট পিডিএফ ডাউনলোড করবেন যেভাবে পোস্টটি ভাল লাগলে বা আপনি উপকৃত হলে বন্ধুদের সাথে শেয়ার করুন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url