২১ শে ফেব্রুয়ারি কবিতা একুশের নতুন কবিতা
২১ শে ফেব্রুয়ারি কবিতা নতুন কবিতা খুঁজছেন? এই পোস্টে একমদম নতুন কবিতা পাবেন। ২১ শে ফেব্রুয়ারিতে ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনন্য কিছু কবিতা পেতে শেষ পর্যন্ত পড়ুন।
পোস্ট সূচিপত্র২১ শে ফেব্রুয়ারি কবিতা
ফেব্রুয়ারি হলো ভাষার মাস। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করে। দিনটি বাংলাদেশের জন্য একটি গৌরবোজ্জল দিন। ১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলা চাই স্লোগানে ভাষার জন্য আমাদের দেশের বীর দামাল ছেলেরা অকাতরে তাদের জীবন দিয়ে শহিদ হয়। প্রতিবছর ২১ শে ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট্ট শোনামনি, কিশোর কিশোরী ও ছাত্র ছাত্রীদের জন্য চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলোতে ছোট্ট শোনামনি, কিশোর কিশোরী ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করতে চায়। বিশেষ করে কবিতা আবৃত্তিতে অংশগ্রহণের জন্য তারা কবিতা খুঁজে থাকে। এই পোস্টে তাদের কথা চিন্তা করে একদম অপ্রকাশিত কিছু কবিতা প্রদান করা হলো।
আরো পড়ুন : শিক্ষার্থীদের বই পড়া অনুচ্ছেদ রচনা
২১ শে ফেব্রুয়ারি কবিতা একুশের নতুন কবিতা : কপিরাইট নোটিশ
২১ শে ফেব্রুয়ারি কবিতা একুশের নতুন কবিতা বিষয়ক এই পোস্টে প্রদত্ত কবিতাগুলো দেশের স্বনামধন্য কবি সুধি মোজাম্মেল হক এর একুশ অনেক কিছু কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। কবিতাগুলোর সর্বস্বত্ব কবির নিজের কাছে সংরক্ষিত। এর কোন অংশ সংশোধন, সংযোজন ও পরিমার্জন এবং স্বনামে লিখিত বলে প্রচার প্রচারনার চেস্টা করলে কপিরাইট আইন লঙ্ঘিত হবে বলে বিবেচিত হবে। তবে যে কোন প্লাটফরম, স্থান বা অবস্থানে কবিতাগুলো কবির নাম উল্লেখপূর্বক ব্যবহার করা যাবে।
২১ শে ফেব্রুয়ারি কবিতা - ০১
একুশ একটি জাতীয় উম্মেষ
সুধি মোজাম্মেল হক
একুশ আমাদের জাতীয় উম্মেষের কর্নধার
অতীতে জাতীয় জীবনে ছিলো
এক ভয়াবহ প্রতিকুলতা
সমুদ্রে ঝড়ে পড়া জাহাজের মত
ভাঙ্গা ভীরু নৈরাশ্যের পাল খাটানো
জাতীয় জাহাজটার মাস্তুলে
একুশ এসেছিলো।
একুশের উম্মেষ বায়ন্নের ভাষা আন্দোলনে
সেদিন উদয় হয়েছিলো
লাল পলাশের মত প্রভাতের উদ্দীপ্ত সূর্য্য
জববার, বরকত, সালাম,
এরা বের হলো,
মরন পনের মিছিল নিয়ে
নিবু প্রদীপ শেষ বারের মত
উদ্দীপ্ত করে জ্বলে উঠার প্রতিভূত হয়ে
অধিকারের দাবীর নিশান উড়িয়ে।
হঠাৎ করে শব্দ হলো একটা,
সত্যের দাবীকে নিশ্চিহ্ন করার
শব্দের মতো
লুটে পড়লো ওরা বুলেট বিদ্ধ হয়ে
এক সঙ্গে অনেক জন,
দায়িত্বের নিশান অর্পন করে গেল যেন
গোটা বাঙ্গালী জাতীয়তার
ইস্পাত শপথ কঠিন করে
এরপর দাবীর উড্ডীন নিশান কে
ভূমিনত করতে পারলোনা ওরা
সেই দিন দাবীর শেষ নিশান উড়িয়ে ছিলো বিজয়ের
এখনো আছে-
অনাগতকাল থাকবে।
আরো পড়ুন : বাংলাদেশের ষড়ঋতু রচনা
২১ শে ফেব্রুয়ারি কবিতা - ০২
একুশ বাঙ্গালীর জাতীয় জাগরন
সুধি মোজাম্মেল হক
একুশ বাঙ্গালী জাতীয়তাবাদের একটি চেতনা
একটি জাগরন
একটি স্মৃতি
একটি উন্মেষ, একটি আভাষ।
আমাদের জাতীয় বিশ্বাসের একটি কেন্দ্রীভূত
আত্মপ্রত্যয়।
একুশ শহীদ মিনারে পুস্প দানের মাধ্যমে
জাতীয় বীরদের উদ্দেশ্যে সম্মান জ্ঞাপনের
একটি চিরন্তন আত্মপ্রশান্তি।
একুশ বাঙ্গালী বালাদের ময়নামতি শাড়ীর অবগুনঠনের
একটি অনন্য সৌন্দর্য্য,
আর জেলে মজুরের কোমরে জড়ানো
রঙ্গীন গামছার একটি চিরন্তন
কর্মশক্তি।
একুশ বালক কিশোরদের জাম গাছে উঠে
হল্লা করে জাম চয়নের
একটি অনাবিল আনন্দ
আর-
অগ্রানে সারা মাঠ জুড়ে সোনার ধান
কাঁটা চাষীদের
একটি বলিষ্ট মূল্যায়ন
আর-
টেকনাফ হতে তেতুলিয়ার মাঝে
ভাওয়াইয়া ভাটিয়ালীর
একটি চিরন্তন
সেতু বন্ধ।
আরো পড়ুন : বাংলাদেশ পর্যটন শিল্প সমস্যা ও সম্ভাবনা রচনা
২১ শে ফেব্রুয়ারি কবিতা - ০৩
একুশ একটি আত্মপ্রত্যয়
সুধি মোজাম্মেল হক
একটি নগন্য ফুল গাছে
একটি মনোরম পুস্প
বিকাশের অবিশ্বাস্য স্বপ্নের মত
একুশ একটি আত্মপ্রত্যয়।
একটি জল মগ্ন জীবের বাঁচা মরার
নৈরাশ্য শেষে
সহসা কুল পাবার মত
একুশ একটি আত্ম প্রশান্তি।
একুশ কে হেলা করা
একুশ কে ভুলে যাবার
দল মত নির্বিশেষ কোনই কারন
সৃষ্টি করা যাবেনা।
আসূক, যতই ঝড় ঝঞ্ছা
যতই প্লাবন
সকলের পুরো ভাগে থাকবে,
একুশের স্মৃতি জাগানো
মানসিক স্বীকৃতি
একুশকে বরন মাল্য পরাতে হবে,
একুশ আমাদের মাঝে
পৌরুষ দীপ্ত ভাবেই
বিদ্যমান থাকবে।
একুশের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা
অসত্যের বিরুদ্ধে সংগ্রামের মত
তা আমাদের চিরন্তন মনে রাখতে হবে।
কারন একুশ জাতীয় পরাজয়ের পরে
জয়ের মাল্য সাফল্যের একটি উজ্জল দীপ্ত।
আমাদের, একুশ জাতীয় জীবনের একটি
চিরন্তন আত্মপ্রত্যয়।
আরো পড়ুন : স্বদেশ প্রেম রচনা সকল ক্লাসের
২১ শে ফেব্রুয়ারি কবিতা - ০৪
এসো গাই মোরা একুশের গান
সুধি মোজাম্মেল হক
এসো গাই-
এসো গাই মোরা,
একুশের গানে
ফিরে চাই মোরা
শহীদের পানে
বাংলা ভাষার মাঠে ময়দানে,
শহীদি রক্তের,
ফুল ফোটাই।
এসো গাই-
কুঞ্জ বিথানে একুশের গানে পাখীর কন্ঠের কাকলী
ধেনূ রাখালের কন্ঠ গানের সন্ধ্যে বেলার গোধুলী
ধেনূতে মহান একুশের তান
বট মুলে-মুলে সুর ছড়াই
শহীদি রক্তের
ফুল ফোটাই।
একুশ, পদ্মা মেঘনা যমূনার মঝির মুখের সারি গান
লালনের গীতি, ভাটিয়ালী স্মৃতি পল্লীগীতির প্রীতি প্রাণ
হাসি আর খুশী রাখালের বাঁশি।
প্রান তন্ত্রীতে প্রীতি পরাই।
শহীদি রক্তের
ফুল ফোটাই।
পরশ লেগেছে শত ফাগুনের পুস্প সূরভি ফুলবালার
শহীদ স্বরনে একুশ বরনে বাদল গিতালী বারি ধারার
স্বরিতে তাদের সেবীর প্রাণের
শত সেফালীর মালা গড়াই
শহীদি রক্তের
ফুল ফোটাই,
এসো গাই।
উপসংহার : ২১ শে ফেব্রুয়ারি কবিতা একুশের নতুন কবিতা
প্রিয় পাঠক, ২১ শে ফেব্রুয়ারি কবিতা একুশের নতুন কবিতা বিষয়ক এই পোস্টে একুশের অনন্য কিছু কবিতা প্রদান করার চেষ্টা করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারির যে কোন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করতে চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। কবিতাগুলো ভাল লাগলে বন্ধুদের সেয়ার করতে পারেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।
ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url