একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা বা ২১ শে এর নতুন কবিতা খুঁজছেন? এই পোস্টে একমদম নতুন কবিতা পেতে পারেন। ২১ শে ফেব্রুয়ারিতে ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এই কবিতাগুলো অনন্য। কবিতাগুলো পেতে শেষ পর্যন্ত পড়ুন।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা
পোস্ট সূচিপত্র

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা

ফেব্রুয়ারি হলো ভাষার মাস। ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়। দিনটি বাংলাদেশের জন্য একটি গৌরবোজ্জল দিন। ১৯৫২ সালের এ দিনে মাতৃভাষা বাংলা চাই স্লোগানে ভাষার জন্য আমাদের দেশের বীর দামাল ছেলেরা অকাতরে তাদের জীবন দিয়ে শহিদ হয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট্ট শোনামনি, কিশোর কিশোরী ও ছাত্র ছাত্রীদের জন্য চিত্রাংকন, রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানগুলোতে ছোট্ট শোনামনি, কিশোর কিশোরী ও ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করতে চায়। বিশেষ করে কবিতা আবৃত্তিতে অংশগ্রহণের জন্য তারা কবিতা খুঁজে থাকে। এই পোস্টে তাদের কথা চিন্তা করে একদম নতুন ও অপ্রকাশিত কিছু কবিতা প্রদান করা হলো।

আরো পড়ুন : ২১ শে ফেব্রুয়ারি কবিতা একুশের নতুন কবিতা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা : কপিরাইট নোটিশ

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা বিষয়ক এই পোস্টে প্রদত্ত কবিতাগুলো দেশের স্বনামধন্য কবি সুধি মোজাম্মেল হক এর একুশ অনেক কিছু কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে। কবিতাগুলোর সর্বস্বত্ব কবির নিজের কাছে সংরক্ষিত। এর কোন অংশ সংশোধন, সংযোজন ও পরিমার্জন এবং স্বনামে লিখিত বলে প্রচার প্রচারনার চেস্টা করলে কপিরাইট আইন লঙ্ঘিত হবে বলে বিবেচিত হবে। তবে যে কোন প্লাটফরম, স্থান বা অবস্থানে কবিতাগুলো কবির নাম উল্লেখপূর্বক ব্যবহার করা যাবে।

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা - ০১

 সৃষ্ট জল তরঙ্গ

সুধি মোজাম্মেল হক


একুশ মূলতঃ একটি জাতীয় অবক্ষয় রোধের

সৃষ্ট জল তরঙ্গ।

জাতীয় জীবন নদীতে

হঠাৎ একটি পাঁকের সৃষ্টি করা হয়েছিলো।

আর সেই মোহনা সৃষ্টির ইচ্ছে

কখনোই ছিলনা সেই শান্ত সূবোধ নদীটির।

তাই নদীর তো কোন দোষ নেই,

ছিলনা কোন মোহনা সৃষ্টির ব্যাকুলতা!

কিন্তু, কেন তাতে জমে উঠলো

অবহেলার পুস্পীভূত

বালি স্তুপ।

যার ফলশ্রুতিতেই

সেই পাকের পরিনতি

রূপলাভ করেছিলো বালি স্তুপ

অপসারন করার মোহনা।

একটা বক্র স্রোতের এই কান্ড

নিধন করতে চেয়েছিলো সেই ঘাতক বক্র স্রোতটা

ক্ষুদে নায়ের আরোহী সকল অসহায় মানুষগুলোকে।

সেই শয়তান রূপী বক্র স্রোতটাকে

নিয়ন্ত্রনে আনতেই

প্রয়োজন হয়েছিলো

সেই বিক্ষুদ্ধ মোহনার।

তাই নদীর কোন দোষ নেই,

অনিয়মও ছিল না কিছু

সকল দোষের মেরুদন্ড ছিল অমানুষ রূপী

অমানুষ রূপী সেই দূরন্ত বক্র স্রোতটার।

আরো পড়ুন : ২১ শে ফেব্রুয়ারি রচনা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রচনা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা - ০২

জাতীয় চেতনা

সুধি মোজাম্মেল হক


একুশ অন্য কিছু নয়

একটি জাতীয় চেতনা

যে চেতনায় উদ্বুদ্ধ হয়ে

অসহায় বাঙ্গালী জাতি

বাহান্নের সত্য আন্দোলনের উম্মেষ ঘটিয়েছিলো।

সত্য চেতনায় সকলের সাফল্য আসে,

তন্দ্রাচ্ছন্ন বাঙ্গালীদেরও

তা এসেছিলো।

একটা অসৎ লোকের অধীনে কর্মরত

টুটি টেপা এক কিশোরের

বিদ্রোহের মত।

তাই একুশ আমাদের সেই

বিদ্রোহের  সাফল্য।

নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হলো

মীর কাশিমও স্বাধীন তা হারালো

দুদু মিয়ার বাঁশের কেল্লাকেও

নিমজ্জিত করা হয়েছিলো

অত্যাচারের সাগর সলিলে।

মীরাটের সিপাহী বিদ্রোহও

এই একুশের মত

নিরঙ্কুশ বঞ্চনা থেকেই সৃষ্টি,

পরাজয়ের পর পরাজয় হতেই থাকলো

এর পর চেতনা জাগলো

বাঁচার চেতনা জাগলো

বাঁচার চেতনা

জাগরনের চেতনা,

অধিকার আর প্রতিবাদের চেতনা।

সত্য আর ন্যায় চেতনায়

সকলের সাফল্য আসে

একুশও আমাদের পরাজিত জীবনের

চেতনা জুগিয়েছিল

অতএব একুশ আর কিছু নয়

একটি জাতীয় চেতনা।

আরো পড়ুন : স্বদেশ প্রেম রচনা সকল ক্লাসের

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা - ০৩

একটি জাতীয় উম্মেষ

সুধি মোজাম্মেল হক


একুশ আমাদের জাতীয় উম্মেষের কর্নধার

অতীতে জাতীয় জীবনে ছিলো

এক ভয়াবহ প্রতিকুলতা

সমুদ্রের ঝড়েপড়া জাহাজেরমত

ভাঙ্গা ভীরু নেরাশ্যের পাল খাটানো

জাতীয় জাহাজটার মাস্তুলে

একুশ এসেছিলো।

একুশের উম্মেষ বাহন্নের ভাষা আন্দোলনে

সেদিন উদয় হয়েছিলো

লাল পালাশের মত প্রভাতের উদ্দীপ্ত সূর্য্য

জববার,বরকত, সালাম,

এরা বের হলো,

মরন পনের মিছিল নিয়ে

নিবু প্রদীপ শেষ বারের মত

উদ্দীপ্ত করে জ্বলে উঠার প্রতিভূত হয়ে

অধিকারের দাবীর সিশান উড়িয়ে।

হঠাৎ করে শব্দ হলো একটা,

সত্যের দাবীকে নিশ্চিহ্ন করার

শব্দের মতো

লুটে পড়লো ওরা বুলেট বিদ্ধ হয়ে

এক সঙ্গে অনেক জন,

দায়িত্বের নিশান অর্পন করে গেল যেন

গোটা বাঙ্গালী জাতীয়তার

ইস্পাত শপথ কঠিন করে

এরপর দাবীর উড্ডীন নিশান কে

ভূমিনত করতে পারলোনা ওরা

সেই দিন দাবীর শেষ নিশান উড়িয়ে ছিলো বিজয়ের

এখনো আছে-

অনাগতকাল থাকবে।

আরো পড়ুন : বই পড়ার প্রয়োজনীয়তা রচনা

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা - ০৪

একটি চিরন্তন শতাব্দী

সুধি মোজাম্মেল হক


আমাদের একুশ একটি চিরন্তন শতাব্দী,

সেই শক্তিহীন বিলাসী

রাজা বাদশাদের আসরের,

ভাঙ্গা গড়ার ইতিহাস নিয়ে রচিত

কোন কলংকিত শতাব্দী নয়।

একুশ এমন কোন ইতহাস নয়,

যার মধ্যে পতন আছে, গ্লানি আছে,

একুশ পলাশীর যুদ্ধের মত

বাঙ্গালীর ইতিহাসে

ভুলের খেসারত রুপে

লেখা থাববেনা

মীর কাশিমের উদয় নালার যুদ্ধও নয়

এ একুশ।

একুশ রক্তের আল্পনা নিয়ে

জয়ের মহিমায় এসেছে,

তাই,

গ্লানির কোন লেশ থাকেনা এতে।

সত্য সূর্যকে ঢেকে দেয়া মেঘলা আকাশে

টুপটাপ বৃস্টির পরিস্থিতির মত

একুশ নয়।

একুশ ঝির ঝির মলয়ের সাথে,

মেঘমুক্ত নীলিমায়

উজ্জল সূর্য্যরে

আলোর মত।

তাই একুশ অন্য কোন

কলঙ্কের ইতি বৃত্তের

শতাব্দী, নয়।

একুশ থাকবে বাঙ্গালীজাতির

বিজয় স্মৃতির গহীনে

চিরন্তন শতাব্দী হয়ে।


একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা - ০৫

একটি শুভেচ্ছা

সুধি মোজাম্মেল হক


একুশ বাঙ্গালীর জাতীয় জীবনে

একটা শুভেচ্ছা রূপে এসেছিলো,

ঘুমন্ত অথর্ব জাতি তে চমক মেরে

নাড়া দিয়ে, জাগ্রত প্রকৃস্থিত

করার জন্য।

একুশ জাতির ললাটে এঁকে ছিলো

বিজয়ের তিলক রূপে।

যে তিলক ছিলো, সম্রাট আক বরের সম্রাজ্যের মত

শুধু বিজয় আর সাফল্যের বন্দ্রোদয়ের

মত আনন্দ ঘন আর সংশয় হীন।

সম্রাট অশোকের সম্রাজ্যের  মত দীর্ঘ স্থায়ী

আর যারা মহা সহিমভাব মুর্তি দর্শনে

ত্রাসিত হবে, অন্যায়ের ছোবল

প্রসারিত হাত গুলো।

পরিশোধে পাততাড়ি ঘটাতে বাধ্য হবে।

জালিম অত্যাচারী ঘাতকরা

একুশ এটি শুভেচ্ছা

জাতির ডালে অঙ্কিত একটি চির শ্বাশত তিলক

তাই আমিও জ্ঞাপন করছি

মহান একুশকে প্রাণ ঢালা

প্রীতি, শুভেচ্ছা।


উপসংহার : একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা

প্রিয় পাঠক, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কবিতা বিষয়ক এই পোস্টে একুশের অনন্য কিছু কবিতা প্রদান করার চেষ্টা করা হয়েছে। ২১ শে ফেব্রুয়ারির যে কোন কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জন করতে চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। কবিতাগুলো ভাল লাগলে বন্ধুদের সেয়ার করতে পারেন। কোন প্রশ্ন থাকলে কমেন্ট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url