রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া ছবি

আপনি কি রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া সম্পর্কে জানতে চান? বা রোজার নিয়ত, সেহরি ও ইফতারের দোয়া ছবি, পিকচার, ইমেজ বা পিডিএফ আকারে পেতে চান তাহলে সঠিক স্থানে এসেছেন। পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন আর জেনে নিন রোজার নিয়ত সেহরি ইফতারের দোয়া সম্পর্কিত কোরআন ও সুন্নাহ মোতাবেক বিস্তারিত।

রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া ছবি
পোস্ট সূচিপত্র

রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া

প্রত্যেক মুসলিম বালেগ ব্যক্তির উপর রমজান মাসে রোজা রাখা ফরজে আইন। মুসলমানদের মধ্যে কেউই রমজান মাসের রোজা ফরজ হওয়া বিষয়ে মতবিরোধ করেন নি। রোজা শব্দের অর্থ বিরত থাকা, শরীয়তের পরিভাষা রোজা হলো, রোজার নিয়তে সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী জিনিস হতে বা পানাহার থেকে বিরত থাকা।

আল্লাহ সুবহানাতায়ালা সূরা বাকারার ১৭৩ নাম্বার আয়াতে উল্লেখ করেন যে,
“হে মুমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার”।


রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন যে, “ইসলাম মূলত পাঁচটি খুঁটির উপর আছে আর সেগুলো হলো, এ কথার সাক্ষ্য দেওয়া যে, আল্লাহ ছাড়া কোন মা’বুদ নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সময়মত সালাত কায়েম করা, যাকাত দেয়া, বাইতুল্লাহর হজ্ব পালন করা এবং রমজান মাসে রোজা করা”।

উপরের সংক্ষিপ্ত আলোচনায় কুরআন ও সুন্নাহ মোতাবেক দেখা গেল যে, রমজান মাসে রোজা পালন করা প্রত্যেকটি মুসলিম বালেগ নর-নারীদের জন্য অবশ্য পালনীয় একটি ইবাদত। আর সঠিকভাবে এই ইবাদতটি করার জন্য রোজার নিয়ত সেহরি এবং ইফতারের দোয়া সম্পর্কে আমাদের জেনে রাকা একান্ত প্রয়োজন।

রোজার নিয়ত ছবি বাংলা ও আরবি

রোজার নিয়ত ছবি বাংলা ও আরবি

রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া ছবি




সেহরি ও ইফতারের দোয়া এবং ছবি

রোজা রাখার পুরস্কার সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। বুখারী শরীফের একটি প্রসিদ্ধ হাদিসের বর্ণনা করা হয় যে, “মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার রোজা রাখার জন্য দুটি খুশী রয়েছে, একটি ইফতারের সময় অপরটি তারা রবের সাক্ষাৎ লাভের সময়”। (বোখারি শরীফ-১৯০৪)

যেহেতু রোজা মুসলমানদের জন্য ফরজে আইন করা হয়েছে আর সেহরি ও ইফতার রোজার অঙ্গ স্বরুপ। সেহেতু সেহরি ও ইফতারের দোয়া সম্পর্কে সঠিকভাবে আমাদের জেনে রাখা অবশ্যই কর্তব্য।নিম্নে ইফতারের দোয়া বাংলা এবং আরবি আর ছবি আকারে প্রদান করা হলো।


রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া ছবি




ইফতারের আগে দোয়ার ফজিলত

মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের আগে দোয়ার ফজিলত এবং সেই দোয়া কবুল হওয়া বিষয়ে বিভিন্ন হাদীস বর্ণনা করেছেন। প্রতিটি রোজাদার মুসলমানদের জন্য রোজা রেখে ইফতারের সময়টিকে দোয়ার মাধ্যমে কাটিয়ে দেওয়ার গুরুত্ব রয়েছে এবং বিভিন্ন হাদিস থেকে বর্ণনা পাওয়া যায় যে, দোয়া কবুলের মোক্ষম সময় হলো ইফতারের আগে দোয়া করা
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‍‍“তিনজন ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদারের ইফতারের আগের দোয়া এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া”। (ইবনে মাজাহ - ১৭৫২)

উপসংহার : রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া ছবি

প্রিয় পাঠক, রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া ছবি সম্পর্কিত পোস্টটি পড়ে নিশ্চয়ই জানতে পেরেছেন, রোজার নিয়ত বাংলা ও আরবি এবং উচ্চরণ আর সেহরি ও ইফতারের দোয়ার বাংলা আরবি এবং উচ্চরণ সহ এগুলোর ছবি, ইমেজ বা পিকচার। একজন আদর্শ মুসলিম হিসেবে এই সমস্ত ছোট ছোট দোয়াগুলো আমাদের মুখস্ত করে রাখা দরকার। পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url