প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও ছন্দ

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও ছন্দ খুঁজছেন? তাহলে সঠিক জায়গায় এসেছেন, এই পোস্টে সম্পূর্ণ নতুন আঙ্গিকে ছন্দ কবিতা সহ প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জানাতে মজার মজার খুদে বার্তা মোবাইল মেসেজ বা এসএমএস প্রস্তুত করে তুলে ধরা হয়েছে।

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও ছন্দ
পোস্ট সূচিপত্র

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও ছন্দ

ঈদের দিন মুসলমানদের জন্য একটি আনন্দের দিন। এই দিনটি আমাদের রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক বিভিন্ন ধরণের মজার মজার কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজন নিয়ে উদযাপন করা হয়ে থাকে। আর রমজান মাসের ত্রিশটি রোজা শেষে চাঁন রাতে আমাদের বন্ধু বান্ধবী, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের কর্মিগণ ও পারিবারিক আপনজনকে বা প্রিয়জনকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা, শুভেচ্ছা বার্তা, ছন্দ ও কবিতা, শুভেচ্ছা sms, ঈদ মোবারক শুভেচ্ছা জানিয়ে মেসেজ বা এসএমএস, শুভেচ্ছা বাণী প্রয়োজন হয়ে থাকে। এই পোস্টে আপনাদের কথাই স্মরণ করে প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদেবার্তা মোবাইল এসএমএস বা মোবাইল মেসেজ প্রস্তুত করা হয়েছে। সম্পূর্ণ নতুন আঙ্গিকে নান্দনিক ছন্দ সম্বলিত কিছু খুঁজে বার্তা বা মোবাইল মেসেজ যেগুলো ঈদের আগের দিন বা চাঁন রাতে এই কবিতা ছন্দ বা খুদেবার্তা গুলোর যেকোনো একটি আপনার পছন্দমত আপনার প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারেন। আর কথা নয় চলুন শুরু করা যাক। 

আরো পড়ুন : নতুন মেহেদি ডিজাইন ২০২৪ ঈদ উপলক্ষে

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ

একদম নতুন ও আকর্ষণীয় করে প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ, স্ট্যাটাস ও ছবি আপনাদের জন্য তৈরী করা হয়েছে। যেগুলো অনায়াসে আপনারা ঈদুল ফিতর ২০২৪ এর জন্য প্রিয়জনকে শুভেচ্ছা জানাতে ব্যবহার করতে পারেন। ফেসবুকে, টুইটরে ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোসাল মিডিয়ায় পোস্ট করার জন্য প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ এসএমএস ও খুদে বার্তার প্রয়োজন হয়। আবার বন্ধু বান্ধব, আত্মিয় স্বজন, পাড়া মহল্লার প্রতিবেশি ভাই ও বোন, সহকর্মিসহ কাছের মানুষদের ঈদের শুভেচ্ছা জানানোর জন্য ঈদ মুবারক শুভেচ্ছা ছন্দ কবিতা মেসেজ এসএমএস দরকার হয়। তাহলে চলুন দেখে নেয়া যাক খুদে বার্তাগুলো, আপনার পছন্দের বার্তাটি লুফে নিতে ভুলবেন না কিন্তু।


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ০১

নতুন সাজে এবার হলো ঈদুল ফিতরের আগমন

বন্ধু তোমায় জানিয়ে দিলাম শুভেচ্ছা ও স্বাগতম

ঈদ মোবারক


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ০২

মোর মন বসে না কাজে

মনে খুশির মাতম বাজে

রাত পোহালে ঈদের দিন

পরবো জামা রঙে রঙিন

হেসে খেলে গাইবো গান

স্বপ্নগুলো পাবে নুতন প্রাণ

আসবে হাসির বারতা

তোমায় জানাই ঈদের শুভেচ্ছ।

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও ছন্দ

আরো পড়ুন : ঈদ মোবারক পিকচার ২০২৪

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ০৩

আকাশ ভরা তারার মাঝে একটি বাঁকা চাঁদ

জানিয়ে দিলো কালকে হবে ঈদের সু-প্রভাত

সেই খুশিতে মনটা নাচে ব্যাকুল হলো আশা

তাইতো তোমায় জানাই বন্ধু ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ০৪

রমজানের সব রোজা শেষে হয় খুশি সবাই

সবার কাছে দোয়া নিবো করবো না বড়াই

প্রিয়জনকে জানাই ঈদের শুভেচ্ছা - ঈদ মোবারক


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ০৫

এ কোন খুশির বইছে হাওয়া আনন্দে মাতাল দিক-বিদিক

সওয়াল মাসের চাঁদ উঠেছে কালকে খুশির ঈদ

প্রিয়জনকে জানাই ঈদের শুভেচ্ছা - ঈদ মোবারক


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ০৬

আমার আনন্দে মন নাচে
সবাই সাজে নতুন সাজ
পুব আকাশে ঈদের চাঁদ উঠেছে
ঈদের দিন আজ


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ০৭

ঈদ মানে খুশি
শুধুই ভালবাসাবাসি
ঈদের দিনের ইচ্ছে মোর
মোরা থাকবো কাছাকাছি


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ০৮

এক মাস রোজা শেষে
আসে এ কোন সুখ
ঈদের দিন আজ
তাই তোমায় জানাই 

ঈদ মোবারক


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ০৯

আসছে ঈদের দিন করবো ঘোরাঘুরি
নাচবে এ মন আনন্দে আর করছে উড়া উড়ি
আজকে মোরা দুঃখ ভুলি, ভুলি সকল রাগ
হৃদয় গহিন থেকে জানাই তোমায় ঈদ মোবারক


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ১০

ঈদ এসেছে ঈদ এসেছে
আরতো কটা দিন
পরবো সবাই নতুন জামা
বাজবে খুশির বীণ
রান্না হবে আমার বাড়ি
মজার মজার খাবার
বন্ধু তোমার দাওয়াত রইলো
আমার বাড়ি আসার


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ১১

পুব আকাশে এক টুকরো বাঁকা চাঁদ উঠেছে
পুবাল হাওয়া কানে এসে নতুন খবর দিয়েছে
কোর্মা পোলাও ফিরনি সেমাই হবে কত পাক
দাওয়াত কিন্তু দিলাম তোমায় দিলাম ঈদ মোবারক

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ১২

সকাল সকাল জাগবো মোরা
কলকে ঈদের দিন
করবো দোয়া সবাই মোদের
হোক জীবন রঙিন

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও ছন্দ


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ১৩

ঈদে খুশির চাঁদ উঠেছে
আনন্দে মাতাল মন
আসতে ঈদে আমার বাড়ি
তোমায় করছি নিমন্ত্রণ


প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ছন্দ মেসেজ : ১৪

ঈদের দিনে খুকু নাচে
পড়েছে নতুন জামা
মুখখানা তার টুকটুকে লাল
আনন্দের নাইকো সীমানা
এমন অনেক শিশু আছে ঈদের দিনেও হায়
জোটেনি হয়তো খাবারটুকুও ক্ষুধায় জান যায়
চলো সবাই ঈদের দিনে সেই শিশুদের কাছে যাই
এমন দিনের মজা মোরা ভাগ করি সাবাই।


ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস

ঈদের দিন আমরা প্রাণ খুলে আনন্দ বা মজা করে থাকি কারণ এই দিনটি সত্যিই মজা করার জন্যই। তাই এই আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে আপনার কাছের মানুষদের বা প্রিয়জনদের অগ্রীম ঈদের শুভেচ্ছা জানাতে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস প্রয়োজন হয়ে থাকে। মজার মজার এই খুদে বার্তা মেসেজ ও এসএমএস গুলোর মধ্যে আপনার পছন্দমত যেকোনটি আপনি আপনার প্রিয়জনদের ঈদের শুভেচ্ছা জনানোর জন্য ব্যবহার করতে পারেন।

প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও ছন্দ


ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস : ০১
এবারের ঈদুল ফিতর আপনার, আমার সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, সমৃদ্ধি ও সুস্থতা। ঈদ মোবারক

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস : ০২
পবিত্র ঈদুল ফিতর 2024 উপলক্ষ্যে, সকলকে জানাই অনাবিল শুভেচ্ছা। ঈদ মোবারক

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস : ০৩
অতিতের স্মৃতিতে কোন ভুল-ভ্রান্তি আর গ্লানি থাকলে সেগুলো ভুলে সবাই এক হয়ে আগামী দিনের সমৃদ্ধি আমাদের সকলের জীবনকে ভরিয়ে দিক। এটাই হোক এবারের পবিত্র ঈদুল ফিতরের আকাঙ্খা। সবাইকে ঈদ মোবারক।

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস : ০৪
বাঁধ ভাঙা আওয়াজ তুলে নিজেদের প্রশান্তি ছড়িয়ে দেই সকল স্তরের মানুষের মনে।
আসুন, এবারের পবিত্র ঈদুল ফিতর আমাদের শান্তি ও প্রশান্তিগুলোকে সবার মাঝে বিলিয়ে দিয়ে সুখ ভাগাভাগি করে উদযাপন করি। সকলকে ঈদ মোবারক।

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস : ০৫
রাতের গাঢ় অন্ধকার যেমন দিনের সুর্যের কাছে মিলিয়ে যায়। তেমনি এবারের ঈদের আনন্দও আমাদের সকল দুঃখ কষ্টকে দুর করে বয়ে অনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। সকলকে ঈদ মুবারক।

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস : ০৬
নদী যেমন সাগরের সাথে মিশে যায়, দিগন্তে আকাশ যেমন জমিনের সাথে মিশে যায়, তেমনি আমাদের জীবনের সকল দুঃখগুলোকে সুখের সাথে মিশিয়ে দিয়ে পূর্ণ সানন্দে উদযাপণ করি এবারের পবিত্র ঈদুল ফিতর ২০২৪ সবাইকে জানাই-
ঈদ মুবারক

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস : ০৭
এবারের পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনের সকল দুঃখ কষ্ট গ্লানি মুছে দিয়ে বয়ে আনুক বাঁধভাঙ্গা প্রশান্তি ও সুখ। সবাইকে সাথে নিয়ে একসাথে আগামীর দিনগুলোকে রাঙিয়ে দিতে সবাই ঐক্যবদ্ধ হই। এই অঙ্গিকারসহ শত সহস্র শুভেচ্ছা। ঈদ মুবারক।

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস : ০৮

শুভ্র প্রভাতের আলোর মতো এবারের ঈদ আমাদের জীবনের সকল অসান্তি, অস্থিরতা ও অপ্রত্যাশিত ঘটনাগুলোকে দুর করে বয়ে আনুক জ্যোতির্ময় সুখ, শান্তি ও অনাবিল আনন্দ। সকলের সার্বিক কল্যাণ কামনাসহ শুভেচ্ছা জানাই। 
ঈদ মোবারক

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস : ০৯

হিংসা, বিভেদ ভুলে, পুরণো দিনের গ্লানি মুছে দিয়ে আমাদের সকলের জীবন ঐক্য আর সহানুভুতিতে ভরে উঠুক। এই কামনায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
ঈদ মুবারক

ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা মেসেজ ও এসএমএস : ১০
ত্রিশটি রোজা শেষে ঈদের দিনের প্রতিটি মুহুর্ত আপনার কাছে অবারিত স্বর্গ সুখ অনুভুত হউক। সেই সাথে আগামী দিনের সময়গুলো যেন ঈদের দিনের মতোই সানন্দে কাটে। এই কামনায় পবিত্র ঈদুল ফিতর ২০২৪ এর শুভেচ্ছ। 
ঈদ মুবারক।

উপসংহার : প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও ছন্দ

প্রিয় পাঠক, প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা ও ছন্দ সম্পর্কিত এই পোষ্টটি পড়ে নিশ্চয়ই এবারের পবিত্র ঈদুল ফিতর ২০২৪ উপলক্ষে প্রিয়জনকে আপনার পছন্দমত ঈদ মোবারক বা শুভেচ্ছা জানাতে খুদেবার্তা, ছন্দ, মেসেজ, এসএমএস পেয়েছেন। এরকম আরো অন্যান্য ঈদ সম্পর্কিত পোস্ট পেতে চাইলে আমাদের সাইটটি নিয়মিত ভিজিট করুন। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url