ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

বি বাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ সম্পর্কে জানতে পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন। সেহরি ও ইফতারের সময়সূচি ছবি বা pdf আকারে অনেকেই ডাউনলোড করতে চান। ১৪৪৬ হিজরির সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছক আকারে, ছবি আকারে ও pdf ডাউনলোড সংক্রান্ত সবকিছু জানিয়ে দেয়া হবে এই পোস্টে।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫
পোস্ট সূচিপত্র

ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ সম্পর্কে বিস্তারিত জানানোর আগে চলুন রমজানে সেহরি ও ইফতার সম্পর্কে মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) এর সুন্নাহ সম্পর্কে একটু জেনে নেই। মুসলিম উম্মাহর সর্বসম্মত মতে, রোযার জন্য সেহরী খাওয়া মুস্তাহাব। তবে কেউ ইচ্ছাকৃতভাবে সেহরী না খেলে তিনি গুনাহগার হবেন না। সেহরী খাওয়া ছাড়াই যদি কেউ ফজরের পর জাগে, তাহলে তার জন্য রোযা রাখা জরুরি। এতে রোযার কোনো ক্ষতি হবে না। তবে যদি কেউ ভুলবশত ফজরের পর কিছু খেয়ে ফেলে, তাহলে তাকে পুরো দিন পানাহার থেকে বিরত থাকতে হবে এবং পরবর্তীতে সেই রোযাটি কাযা করতে হবে।

সেহরী খাওয়ার গুরুত্ব বোঝাতে মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) তাঁর উম্মতকে উৎসাহিত করেছেন এবং একে বরকতময় খাদ্য বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, "তোমরা সেহরী খাও, কারণ সেহরীতে বরকত রয়েছে।" (সহিহ বুখারী ১৮২৩) আবার বলেন, "তোমরা সেহরী খেতে অভ্যস্ত হও, কারণ এটি বরকতময় খাদ্য।" (আলবানী ৪০৮১)

ইরবায বিন সারিয়াহ (রাযিয়াল্লাহু আনহু) বর্ণনা করেন, একবার রমাযান মাসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) তাঁকে সেহরী খেতে ডাকেন এবং বলেন, "বরকতময় খাবারের দিকে এসো।" (আবূ দাঊদ, নাসাঈ, ইবনে হিববান) অপরদিকে, রোযার নির্দিষ্ট সময় শেষ হলে ইফতার করার জন্য প্রত্যেক রোযাদারের মনে স্বাভাবিকভাবেই আগ্রহ ও অপেক্ষা থাকে। দীর্ঘ সময় সংযম পালনের পর ইফতার করার মুহূর্ত আনন্দের হয় এবং রোযাদার এতে স্বস্তি অনুভব করেন। তাই ইফতার করতে দেরি না করাই স্বাভাবিক। তবে এর পাশাপাশি, মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) আমাদেরকে দ্রুত ইফতার করতে নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে, এতে কল্যাণ রয়েছে। তিনি বলেন, "লোকেরা ততক্ষণ কল্যাণের মধ্যে থাকবে, যতক্ষণ তারা ইফতার দ্রুত করবে।" (সহিহ বুখারী ১৯৫৭) 

তাই মুসলিম উম্মাহর অন্যতম ইবাদত সিয়াম পালন করার জন্য সেহরি ও ইফতারের সময়সূচী সম্পর্কে অবগত থাকা অত্যন্ত জরুরি। বি বাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ এবং সেহরি ও ইফতারের সময়সূচি ব্রাহ্মণবাড়িয়া জেলা সম্পর্কে সঠিক সময়সূচির ক্যালেন্ডার, ছবি ও pdf ডাউনলোড সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতেই আজকের এই পোস্ট।

আরো পড়ুন : সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ সকল জেলা

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা

সেহরীতে বরকতের দুটি দিক রয়েছে। শারীরিক দিক থেকে এটি রোযাদারকে সবল রাখে এবং রোযার কষ্ট লাঘব করে। আর শরয়ী দিক থেকে এটি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আদেশ পালন এবং তাঁর সুন্নাতের অনুসরণ, যা আত্মিক ও ঈমানী বরকত বয়ে আনে।

অপরদিকে, যেহেতু ইয়াহুদী ও খ্রিষ্টানরা রোযার ইফতার করতে দেরি করত, তাই মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে তাদের বিপরীতভাবে আমল করতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, "দ্বীন ততদিন বিজয়ী থাকবে, যতদিন লোকেরা ইফতার করতে দ্রুত করবে। কেননা, ইয়াহুদী ও খ্রিষ্টানরা ইফতার করতে দেরি করে।" (মুস্তাদ্রাক হাকেম)

বিশ্বের বিভিন্ন দেশে সূর্যোদয় এবং সূর্যাস্তের উপর ভিত্তি করে সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করা হয়ে থাকে। একই ভাবে বাংলাদেশেও সূর্যাস্ত এবং সূর্যোদয়ের উপর ভিত্তি করে সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণের কাজটি ইসলামিক ফাউন্ডেশন করে থাকে। বাংলাদেশে জাতীয়ভাবে দেশের প্রত্যেকটি জেলার সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ হয়ে থাকে। বাংলাদেশের একেক জেলার সেহরি ও ইফতারের সময়সূচি বিভিন্ন রকম হয়ে থাকে। আজকে এই পোস্টে বি বাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ ছবি ও pdf আকারে তুলে ধরা হবে। তাই পোস্টটি শেষ পর্যন্ত পড়ুন আর pdf ডাউনলোড বা ছবি আকারে নিয়ে নিন সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা। এই পোস্টের শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ ক্যালেন্ডার, ছবি ও pdf আকারে দেয়া থাকবে। যেটি পুরো রমজান মাসে ব্যবহারের জন্য আপনাদের মোবাইলে ডাউনলোড বা সেভ করে রাখতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

১৪৪৬ হিজরির রমজান মাসের ক্যালেন্ডার

 

রহমত

রমজান

তারিখ

বারের নাম

সাহরি শেষ

ফজর শুরু

ইফতার

০১

০২ মার্চ

রবিবার

-০১

-০০

৫-৫৯

০২

০৩ মার্চ

সোমবার

-০০

-০১

-০০

০৩

০৪ মার্চ

মঙ্গলবার

-৫৯

-০০

-০০

০৪

০৫ মার্চ

বুধবার

-৫৮

-৫৯

-০১

০৫

০৬ মার্চ

বৃহস্পতিবার

-৫৭

-৫৮

-০১

০৬

০৭ মার্চ

শুক্রবার

-৫৬

-৫৭

-০২

০৭

০৮ মার্চ

শনিবার

-৫৫

-৫৬

-০২

০৮

০৯ মার্চ

রবিবার

-৫৪

-৫৫

-০৩

০৯

১০ মার্চ

সোমবার

-৫৩

-৫৪

-০৩

১০

১১ মার্চ

মঙ্গলবার

-৫২

-৫৩

-০৩

মাগফিরাত

১১

১২ মার্চ

বুধবার

-৫১

-৫২

-০৪

১২

১৩ মার্চ

বৃহস্পতিবার

-৫০

-৫১

-০৪

১৩

১৪ মার্চ

শুক্রবার

-৪৯

-৫০

-০৫

১৪

১৫ মার্চ

শনিবার

-৪৮

-৪৯

-০৫

১৫

১৬ মার্চ

রবিবার

-৪৭

-৪৮

-০৫

১৬

১৭ মার্চ

সোমবার

-৪৬

-৪৭

-০৬

১৭

১৮ মার্চ

মঙ্গলবার

-৪৫

-৪৬

-০৬

১৮

১৯ মার্চ

বুধবার

-৪৪

-৪৫

-০৭

১৯

২০ মার্চ

বৃহস্পতিবার

-৪৩

-৪৪

-০৭

২০

২১ মার্চ

শুক্রবার

-৪২

-৪৩

-০৭

নাজাত

২১

২২ মার্চ

শনিবার

-৪১

-৪২

-০৮

২২

২৩ মার্চ

রবিবার

-৪০

-৪১

-০৮

২৩

২৪ মার্চ

সোমবার

-৩৯

-৪০

-০৮

২৪

২৫ মার্চ

মঙ্গলবার

-৩৮

-৩৯

-০৯

২৫

২৬ মার্চ

বুধবার

৪-৩৭

-৩৮

-০৯

২৬

২৭ মার্চ

বৃহস্পতিবার

-৩৬

৪-৩৭

-১০

২৭

২৮ মার্চ

শুক্রবার

৪-৩৫

-৩৬

-১০

২৮

২৯ মার্চ

শনিবার

-৩৪

৪-৩৫

-১১

২৯

৩০ মার্চ

রবিবার

-৩২

-৩৩

-১১

৩০

৩১ মার্চ

সোমবার

-৩১

-৩২

-১২

 

আরো পড়ুন: কি কি করলে রোজা ভেঙে যায় না

ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ এবং ১৪৪৬ হিজরির রমজান মাসের ক্যালেন্ডার

ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ এবং ১৪৪৬ হিজরির রমজান মাসের ক্যালেন্ডার pdf ডাউনলোড বা ছবি আকারে মোবাইলে রাখতে পছন্দ করে অনেকেই। বাংলাদেশে জাতীয়ভাবে ২০২৫ খ্রিস্টাব্দ ও ১৪৪৬ হিজরির রমজান মাসের রোজার জন্য সেহরি ও ইফতারের সময়সূচী ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছে। ঢাকা জেলার সাথে বি বাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া জেলার সময়ের পার্থক্য হলো সেহরির জন্য ০৩ মিনিট ও ইফতারের জন্য ০৩ মিনিট কমাতে হবে। ইসলামিক ফাউন্ডেশন এর সময়সূচি অনুযায়ী ও সময়ের পার্থক্য বিয়োগ করে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য ক্যালেন্ডার প্রস্তুত করেছি। এই ক্যালেন্ডারটি ছবি আকারে দেয়া হয়েছে। যাতে করে আপনারা আপনাদের মোবাইলে সহজেই এটি ডাউনলোড বা সেভ করে রাখতে পারেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫


আরো পড়ুন : রোজার নিয়ত সেহরি ও ইফতারের দোয়া ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ ইসলামিক ফাউন্ডেশন

বাংলাদেশে ইসলাম প্রচার বা প্রসারের জন্য  ১৯৭৫ সালের ২২ মার্চ ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। এই অফিসটি ইসলাকে সমুন্নত রাখতে বাংলাদেশে বিভিন্ন কার্যক্রম বা কর্মসূচি গ্রহণ করেছে। নামাজ রোজা হজ্ব যাকাতসহ চাঁদ দেখা ও সেহরি ও ইফতারের সময়সূচি জাতীয়ভাবে তারা প্রকাশ করে থাকে।

এ পর্যায়ে ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিস হতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ প্রকাশ হওয়ার ওযেব সাইট লিংক তুলে ধরা হবে। পূর্বেই বলা হয়েছে, বাংলাদেশের কিছু জেলা রয়েছে যেগুলোতে ঢাকা জেলার জন্য সেহরি ও ইফতারের সময়সূচির সাথে কিছু সময় কমিয়ে নেয়া হয় আবার কিছু জেলা রয়েছে ঢাকা জেলার সময়সূচির সথে বাড়িয়ে নেয়া হয়। ঢাকা জেলার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সময়ের পার্থক্য হলো সেহরির জন্য ০৩ মিনিট ও ইফতারের জন্য ০৩ মিনিট কমাতে হবে। আমাদের প্রস্তুতকৃত সময়সূচিতে ঢাকার সাথে এই সময় বিয়োগ করে বি বাড়িয়া বা ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য সেহরি ও ইফতারের সময়সুচি প্রস্তুত করা হয়েছে। 

সেহরি ও ইফতারের সময়সূচি ব্রাহ্মণবাড়িয়া জেলা ইসলামিক ফাউন্ডেশন এর মুল ফাইল ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করে ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিসের ওয়েব সাইট ভিজিট করুন। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিসের ওয়েব সাইট ভিজিট করতে এখানে ক্লিক করুন

ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ pdf ডাউনলোড

ইসলামিক ফাউন্ডেশন হতে প্রকাশিত দেশের সকল জেলার জন্য সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ ডাউনলোড করতে চাইলে নিচের লিংক হতে pdf ফরমেটের সেহরি ও ইফতারের সময়সূচি ডাউনলোড করে নিতে পারেন। ইসলামিক ফাউন্ডেশনের মূল ওয়েব সাইট থেকে ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ pdf ফরমেটের সময়সূচি ডাউনলোড এর লিংক অনলাইনে অনেকেই খুঁজে থাকেন। ঢাকা জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ pdf ডাউনলোড করতে নিচের লিংক এ ক্লিক করুন।

উপসংহার: ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫

প্রিয় পাঠক, ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ সম্পর্কিত এই পোস্টটি পড়ে আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আশেপাশের এলাকার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ সম্পর্কে বিস্তারিত জেনেছেন। ১৪৪৬ হিজরির রমজান মাসের ক্যালেন্ডার ছক, ছবি ও pdf ডাউনলোড লিংক ব্যবহার করে নিশ্চই আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৫ ডাউনলোড বা সেভ করে রেখেছেন। পোস্টটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url