আমাদের বিদ্যালয় রচনা সকল শ্রেণি

সহজ ভাষায় ও পয়েন্ট যুক্ত আমাদের বিদ্যালয় রচনা, ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও পঞ্চম শ্রেণি, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য প্রয়োজন হয়। খুব যত্নসহকারে রচিত আমাদের বিদ্যালয় রচনাটি এখনই নিয়ে নিন।

আমাদের বিদ্যালয় রচনা সকল শ্রেণি
পোস্ট সূচিপত্র

আমাদের বিদ্যালয় রচনা সকল শ্রেণি

আমাদের বিদ্যালয় রচনা class 2 3 4 5 6 7 8 9 এমনকি ক্লাস 10 এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। এই পোস্টে উল্লেখিত “আমাদের বিদ্যালয়” রচনাটি বিশেষ করে ৫ম শ্রেণি, ৬ষ্ট শ্রেণি, ৭ম শ্রেণি ও ৮ম শ্রেণি এবং ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7 ও ক্লাস 8 এর জন্য বিশেষ উপযোগী। সহজ ভাষায় অনেকগুলো পয়েন্ট উল্লেখ করে প্রবন্ধ রচনাটি প্রস্তুত করা হয়েছে। স্কুল শিক্ষার্থী বা ছাত্র-ছাত্রীরা পাঠ্য পুস্তক ছাড়াও বাইরে থেকে প্রবন্ধ রচনার ধারণা নিতে ইন্টারনেটে আমাদের বিদ্যালয় রচনা খুঁজে থাকে। যারা পাঠ্য পুস্তক ছাড়াও মোবাইলে বা ইন্টারনেট থেকে প্রবন্ধ রচনা ও আমাদের বিদ্যালয় অনুচ্ছেদ রচনা পেতে চান, ও অনেকেই রয়েছে যারা মোবাইলে পড়াশুনা করতে পছন্দ করে তারা নিচের রচনাটি পড়ে এখান থেকে আইডিয়া নিতে পারেন। আর কথা নয় চলুন তাহলে শুরু করা যাক।

আরো পড়ুন : মানব কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তি রচনা ২০ পয়েন্ট

আমাদের বিদ্যালয় প্রবন্ধ রচনা

বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থী বা ছাত্র ছাত্রীদের জন্য প্রবন্ধ রচনা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আর আমাদের বিদ্যালয় রচনাটি একটি খুবই ইনপরটেন্ট রচনা। বিশেষ করে প্রথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য আরোও গুরুত্বপুর্ণ। প্রাথমিক স্থরের প্রায় সকল পরিক্ষায় এই রচনাটি কমন পরার সম্ভাবনা শতভাগ। তাই আমাদের বিদ্যালয় প্রবন্ধ রচনাটি প্রাথমিক স্থরের যেমন ক্লাস 2, 3, 4, এবং ক্লাস 5 শিক্ষার্থীদের জন্য মনে রাখা জরুরী। সেই সাথে মাধ্যমিক স্থরের শিক্ষার্থদের জন্য এটি খুবই গুরুত্ব বহণ করে। ক্লাস 6, ক্লাস 7 ও ক্লাস 8 এর জন্য প্রবন্ধ রচনা বাংলা ২য় পত্র পরীক্ষায় লিখতেই হয় তাই তাদের জন্য বেশ কিছু প্রবন্ধ রচনা মুখস্থ রাখতে হয়। মাধ্যমিক স্থরের ছাত্র ছাত্রীরা যারা সহজ ভাষায় অনেকগুলো পয়েন্ট আকারে আমাদের বিদ্যালয় রচনা অনলাইনে পেতে চায়, তারা নিচের রচনাটি দেখতে পরে। এটি প্রাথমিক ও মাধ্যমিক স্থরের শিক্ষার্থীদের জন্য বিশেষ ভাবে রচিত হয়েছে। আর কথা নয় তাহলে রচনা দেখে নেয়া যাক।

আরো পড়ুন : অধ্যবসায় রচনা ২০ পয়েন্ট সহজ ভাষায়

পয়েন্টসমুহ : আমাদের বিদ্যালয় রচনা সকল শ্রেণি

১. ভূমিকা ২. বিদ্যালয়ের নাম ও অবস্থান ৩. বিদ্যালয় ভবন ৪. বিদ্যালয়ের অন্যান্য অবকাঠামো ৫. কম্পিউটার ল্যাব ৬. বিদ্যালয়ের পরিবেশ ৭. ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ ৮. শিক্ষকদের অন্যান্য গুণাবলি ৯. বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ১০. সহশিক্ষা কার্যক্রম ১১. খেলাধুলা ও মতবিনিময় ১২. সংস্কৃতি ও ঐতিহ্য ১৩. ফলাফল ১৪. উপসংহার।

‍"আমাদের বিদ্যালয়" রচনা

ভূমিকা

যে স্থানে বিদ্যা শিক্ষা দেয়া হয় তাকে সাধারণত বিদ্যালয় বলা হয়। বিদ্যালয়ের মাধ্যমে নানা রকম জ্ঞান অর্জন করা যায়। সুতরাং একটি জাতীর শিক্ষা বিস্তারের জন্য যেমনি একটি গুরুত্বপূর্ণ যায়গা তেমনি শিক্ষা প্রসার ও সভ্যতার উন্নতির জন্য খুবই সহায়ক।

বিদ্যালয়ের নাম ও অবস্থান

আমাদের বিদ্যালয়ের নাম (তোমার বিদ্যালয়ের নাম)। এটি এই গ্রামের বা এলাকার একদল শিক্ষানুরাগী ব্যক্তি প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি গ্রামের প্রাণকেন্দ্রে মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি (কত সালে প্রতিষ্ঠিত) সালে স্থাপিত হয়েছিল এবং তখন থেকে এটি এই এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিদ্যালয় ভবন

আমাদের বিদ্যালয়ে একটি এল(L) টাইপ দোতলা ভবন রয়েছে। এ ভবনটিতে পর্যাপ্ত সংখ্যক শ্রেণী কক্ষ, শিক্ষক কক্ষ, প্রধান শিক্ষকের কার্যালয় এবং অন্যান্য প্রয়োজনীয় কক্ষ রয়েছে। প্রতিটি শ্রেণী কক্ষ পর্যাপ্ত আলো-বাতাসপূর্ণ এবং ছাত্র ছাত্রীদের বসার জন্য প্রয়োজনীয় সংখ্যক বেঞ্চ ও চেয়ার রয়েছে। সামনে একটি বিশাল খেলার মাঠ রয়েছে আর এর চারদিকে রয়েছে সবুজ-শ্যামল বৃক্ষের অনেকগুলো সারি, যা নয়ন-মন আকৃষ্ট করার মতো।

আরো পড়ুন : শ্রমের মর্যাদা রচনা ২০ পয়েন্ট সকল ক্লাসের

বিদ্যালয়ের অন্যান্য অবকাঠামো

আমাদের বিদ্যালয়ে একটি সমৃদ্ধ গ্রন্থাগার, একটি আধুনিক বিজ্ঞানাগার, একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব আছে। আমাদের বিদ্যালয়ে একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং বিশুদ্ধ পানীয় জলের সুব্যবস্থা রয়েছে। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য একটি প্রাথমিক চিকিৎসা কক্ষও রয়েছে। গ্রন্থাগারে বিভিন্ন শিক্ষামূলক বই, গল্পের বই, উপন্যাস সহ বিভিন্ন রকম বইয়ের বিশাল সংগ্রহ রয়েছে। বিজ্ঞানাগারে বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামাদি রয়েছে। শিক্ষকগণ আমাদের হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা দিতে এই বিজ্ঞানাগার ব্যবহার করে থাকেন। 

কম্পিউটার ল্যাব

তথ্য প্রযুক্তি বা আইসিটির প্রতি গুরুত্ব উপলব্ধি করে আমাদের বিদ্যালয়ে একটি সুসজ্জিত কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। এখানে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ আছে। আমরা শিক্ষকগণের প্রত্যক্ষ তত্ত্বাবধানে রুটিন মাফিক কম্পিউটার চালাই এবং বিভিন্ন শিক্ষামূলক সফটওয়্যারগুলো ব্যবহার করতে শিখি।

বিদ্যালয়ের পরিবেশ

আমাদের বিদ্যালয়ের পরিবেশ অত্যন্ত মনোরম। এর সম্মুখ দিকে জেলা শহরে যাওয়ার পাকা রাস্তা। এর দুপাশে সবুজ শস্যখেত রয়েছে। বিদ্যারয়টিতে পর্যাপ্ত সূর্যের আলো ও সবসময় নির্মল বায়ু চলাচল করতে পারে। খেলার মাঠসহ অন্যান্য সকল কক্ষের ভিতর ও বাহির সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখা হয়।

ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ

ছাত্রছাত্রীদের কলরবে আমাদের বিদ্যালয়টি সবসময় মুখরিত থাকে। এখানে কর্মরত শিক্ষকগণ উচ্চশিক্ষিত, দক্ষ, অভিজ্ঞ ও আন্তরিক। তাঁরা প্রত্যেকেই নিজ নিজ বিষয়ের উপর খুবই জ্ঞানী এবং শিক্ষার্থীদের প্রতি অত্যন্ত যত্নশীল। আমাদের প্রধান শিক্ষক একজন গুণী ব্যক্তি। তিনি শৃঙ্খলার মাধ্যমে শিক্ষক ও কর্মচারীদের পরিচালনা করেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক বিদ্যমান।

শিক্ষকদের অন্যান্য গুণাবলি

আমাদের বিদ্যালয়ের শিক্ষকগণ আমাদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান শিক্ষা দেন না, বরং তারা আমাদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা এবং দেশপ্রেমেরও শিক্ষা দিয়ে থাকেন।  তাঁরা সবসময় আধুনিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে আমাদের পাঠদান করে থাকেন। আর এটি আমাদের শিক্ষাকে আরও সহজ ও আকর্ষণীয় করে তোলে। শিক্ষকগণ আমাদের ব্যক্তিগত সমস্যা ও প্রশ্নগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করেন। এককথায় তাঁরা আমাদের বন্ধু ও পথপ্রদর্শকের মতো সর্বদা নিয়োজিত।

আরো পড়ুন : বাংলাদেশের যড়ঋতু রচনা

বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

আমাদের বিদ্যালয়ে নিয়মিত পাঠদানসহ প্রতিটি বিষয়ের উপর অনেক গুরুত্ব দেওয়া হয়। শিক্ষকগণ আমাদের পড়ালেখার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করে থাকেন। ক্লাস টেষ্ট, সাপ্তাহিক ও মাসিক পরীক্ষার পাশাপাশি বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এ সকল পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের দুর্বল বিষয়গুলো চিহ্নিত করতে পারি এবং শিক্ষকমন্ডলী আমাদের সেই অনুযায়ী দিকনির্দেশনা দিয়ে থাকেন।

সহশিক্ষা কার্যক্রম

পড়াশোনার পাশাপাশি আমাদের বিদ্যালয়ে নিয়মিত বিভিন্ন রকম সহশিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়। সেগুলোর মধ্যে বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিজ্ঞান বিষয়ক মেলা অন্যতম। আমরা আমাদের বিদ্যালয়ে বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব পালন করে থাকি যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইত্যাদি। আর এ সকল অনুষ্ঠানে আমরা সংগিত, নৃত্য ও নাটক পরিবেশন করে থাকি। যার ফলে আমাদের পড়াশুনার পাশাপাশি অন্যান্য বিভিন্ন জ্ঞান চর্চা করার সুযোগ পাই।

খেলাধুলা ও মতবিনিময়

আমাদের বিদ্যালয়ে নিয়মিত স্কাউটিং এবং গার্লস গাইডের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এগুলোর মাধ্যমে আমরা নিয়মানুবর্তিতা, নাগরিক সেবা ও দেশপ্রেমের শিক্ষা অর্জন করি। সেই সাথে বিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত ছাত্রছাত্রীদের অভিভাবকগণের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে আলোচনা করে থাকেন।

সংস্কৃতি ও ঐতিহ্য

আমাদের বিদ্যালয়ের পরিবেশ অনেক বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক। আমরা সব ছাত্রছাত্রী একে অপরের সাথে মিলেমিশে থাকি এবং বিপদে আপদে একে অপরের পাশে দাড়াই। আমাদের বিদ্যালয়ে একটি সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল রয়েছে। আমরা সকলে একসাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করি এবং সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। শিক্ষকমন্ডলী আমাদের বিদ্যালয়ের এবং নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং পরিবেশের যত্ন নিতে উৎসাহিত করে। 

ফলাফল

আমাদের বিদ্যালয়ের এস.এস.সি. পর্যায়ের ফলাফল খুবই ভালো। প্রতি বছর এ বিদ্যালয় থেকে অধিকাংশ পরীক্ষার্থী এ-প্লাস  (A+) অর্জন করে। এছাড়া অন্যান্য কার্যক্রমগুলোতেও এ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় পর্যায়ে বিভিন্ন পুরস্কার অর্জন করেছে।

উপসংহার

আমাদের বিদ্যালয়ের প্রভূত সাফল্য রয়েছে। এখানে শিক্ষক, কর্মচারী ও ছাত্রছাত্রী মিলে একটি পরিবার। এখানে আমরা জ্ঞান অর্জন করি, ভালো মানুষ হওয়ার শিক্ষা অর্জন করি এবং সুন্দর ভবিষ্যৎ গড়ার সুস্বপ্ন দেখি। আমি আমার বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও সব বন্ধুদের ভালোবাসি এবং আমি আমার বিদ্যালয়ের জন্য অত্যান্ত গর্বিত। আমি আশা করি আমার বিদ্যালয় ভবিষ্যতে আরও উন্নত হবে এবং দেশের শিক্ষা বিস্তারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেষ কথা: আমাদের বিদ্যালয় রচনা সকল শ্রেণি

প্রিয় পাঠক, আশা করছি এতোক্ষণ আমাদের বিদ্যালয় রচনাটি খুব মনোযোগ দিয়ে পড়েছেন। আর পুরোটা পড়ার পর নিশ্চই বুঝতে পেরেছে যে, রচনাটি প্রাথমিক ও মাধ্যমিক স্থরের শিক্ষার্থীদের জন্য বিশেষ করে ৫ম শ্রেণি, ৬ষ্ট শ্রেণি, ৭ম শ্রেণি ও ৮ম শ্রেণি এবং ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6, ক্লাস 7 ও ক্লাস 8 এর জন্য উপযোগী করে রচনা করা হয়েছে। এমনকি যারা class 2 3 4 5 6 7 8 9 ও class 10 এর শিক্ষার্থী রয়েছে তারা বিভিন্ন পরীক্ষায় উক্ত রচনাটি ব্যবহার করতে পারেন। রচনাটি ভাল লাগলে সেয়ার করে বন্ধুদের পাঠাতে পারেন। আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ফ্লোনেস্ট বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url